সেই সাংবাদিকের গ্রেফতার নিয়ে যা বললেন এরদোগান
অনলাইন ডেস্ক
২৭ জানুয়ারি ২০২২, ১৩:৪২:৫৭ | অনলাইন সংস্করণ
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, একজন সুপরিচিত টেলিভিশন সাংবাদিককে গ্রেফতার করা হয়েছে। তুরস্কের রাষ্ট্রপতিকে অপমান করার অভিযোগে তাকে গ্রেফতার করার হয়েছে। তাকে শাস্তি পেতে হবে।
তিনি বলেন, আমার দায়িত্ব তুরস্কের রাষ্ট্রপতির পদের মর্যাদা বা সম্মান রক্ষা করা। এর মতপ্রকাশের স্বাধীনতার সঙ্গে কোনো সম্পর্ক নেই।
শনিবার স্থানীয় সময় দুপুর ২টার দিকে নারী সাংবাদিক সেদেফ কাবাসকে তার বাসা থেকে আটক করে পুলিশ।
পরে আদালতের মাধ্যমে সেদেফ কাবাসকে গ্রেফতার দেখায় পুলিশ। প্রেসিডেন্টকে অপমান করার অপরাধে তুরস্কে এক থেকে চার বছরের জেল হয়।
সাম্প্রতি দেশটির বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভিতে সম্প্রচারিত এক সাক্ষাৎকারে এরদোগান বলেন, এই অপরাধের জন্য তাকে শাস্তি পেতে হবে।
প্রসঙ্গত সম্প্রতি তুরস্কের একটি বেসরকারি টেলিভিশনের অনুষ্ঠানে এরদোগানকে নিয়ে মন্তব্য করেন নারী সাংবাদিক, যা পরে নিজের টুইটার অ্যাকাউন্টে পোস্ট করেন। সেখানে ৯ লাখ ফলোয়ার রয়েছে তার।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সেই সাংবাদিকের গ্রেফতার নিয়ে যা বললেন এরদোগান
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, একজন সুপরিচিত টেলিভিশন সাংবাদিককে গ্রেফতার করা হয়েছে। তুরস্কের রাষ্ট্রপতিকে অপমান করার অভিযোগে তাকে গ্রেফতার করার হয়েছে। তাকে শাস্তি পেতে হবে।
তিনি বলেন, আমার দায়িত্ব তুরস্কের রাষ্ট্রপতির পদের মর্যাদা বা সম্মান রক্ষা করা। এর মতপ্রকাশের স্বাধীনতার সঙ্গে কোনো সম্পর্ক নেই।
শনিবার স্থানীয় সময় দুপুর ২টার দিকে নারী সাংবাদিক সেদেফ কাবাসকে তার বাসা থেকে আটক করে পুলিশ।
পরে আদালতের মাধ্যমে সেদেফ কাবাসকে গ্রেফতার দেখায় পুলিশ। প্রেসিডেন্টকে অপমান করার অপরাধে তুরস্কে এক থেকে চার বছরের জেল হয়।
সাম্প্রতি দেশটির বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভিতে সম্প্রচারিত এক সাক্ষাৎকারে এরদোগান বলেন, এই অপরাধের জন্য তাকে শাস্তি পেতে হবে।
প্রসঙ্গত সম্প্রতি তুরস্কের একটি বেসরকারি টেলিভিশনের অনুষ্ঠানে এরদোগানকে নিয়ে মন্তব্য করেন নারী সাংবাদিক, যা পরে নিজের টুইটার অ্যাকাউন্টে পোস্ট করেন। সেখানে ৯ লাখ ফলোয়ার রয়েছে তার।