ইউক্রেনে রুশপন্থিদের অস্ত্র দেওয়ার আহ্বান
প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি ইউক্রেনের বিচ্ছিন্নতাবাদীদের অস্ত্র দিয়ে সহযোগিতার আহ্বান জানিয়েছে রাশিয়ার ক্ষমতাসীন দল।
এএফপির খবরে বলা হয়েছে, বুধবার রাশিয়ার ক্ষমতাসীন দল ‘ইউনাইটেড পার্টি’র একজন সিনিয়র সদস্য দেশের নেতৃবৃন্দকে এই আহ্বান জানান।
রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত বিবৃতিতে ভ্লাদিমির ভিসিলিয়েভ বলেন, আমরা দেশের নেতাদের লগানস্ক এবং দোনেতস্ক রিপাবলিককে প্রয়োজনীয় সামরিক সহযোগিতা প্রদানের আহ্বান জানাই। ইউক্রেনের আক্রমণ প্রতিহত করার জন্য এমন আহ্বান বলেও ওই বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
বিবৃতিতে ভ্লাদিমির ভিসিলিয়েভ বলেন, আমরা এ বিষয়ে আলোচনা করে বুঝেছি,তাদেরকে (রুশপন্থিদের) কিয়েভের দয়ার ওপর ছেড়ে দিতে পারি না।
এর আগে রাশিয়ার সংসদের উচ্চ কক্ষের ১ নম্বর ডেপুটি স্পিকার অ্যান্ডেরেই তারচাক প্রেসিডেন্ট পুতিনের প্রতি রুশপন্থিদের সমরাস্ত্র দিয়ে সহযোগিতার আহ্বান জানিয়েছিলেন।
তারচাক রাশিয়ার ক্ষমতাসীন পার্টির সাধারণ কাউন্সিলের মহাসচিব।
রাশিয়ার ক্ষমতাসীন দল ইউনাইটেড পার্টির জ্যেষ্ঠ সদস্য ভ্লাদিমির ভিসিলিয়েভ যে বিবৃতি দিয়েছেনতাতে বলা হয়েছে, লগানাস্ক এবং দোনেতস্কের জনগণকে তাদের প্রতিরক্ষার জন্য কিছু অস্ত্র দিয়ে সহযোগিতা দিয়ে কিয়েভের সামরিক আগ্রাসন রুখতে সহায়তা করা প্রয়োজন। তবে কী ধরনের অস্ত্র সহযোগিতা দিতে হবে বিবৃতিতেসেটা বলা হয়নি।
পশ্চিমাদের অভিযোগ, ইউক্রেন সীমান্তে এক লাখ সেনা মোতায়েন করে রাশিয়া দেশটিতে সামরিক অভিযান চালানোর পরিকল্পনা করছে। এই পরিস্থিতির মধ্যে মস্কো দাবি করেছিল ইউক্রেনকে যেন পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য না করা হয়। তবে রাশিয়ার এই দাবি নাকচ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। এটা নিয়ে রাশিয়া এবং পশ্চিমা দেশগুলোর মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ইউক্রেনে রুশপন্থিদের অস্ত্র দেওয়ার আহ্বান
প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি ইউক্রেনের বিচ্ছিন্নতাবাদীদের অস্ত্র দিয়ে সহযোগিতার আহ্বান জানিয়েছে রাশিয়ার ক্ষমতাসীন দল।
এএফপির খবরে বলা হয়েছে, বুধবার রাশিয়ার ক্ষমতাসীন দল ‘ইউনাইটেড পার্টি’র একজন সিনিয়র সদস্য দেশের নেতৃবৃন্দকে এই আহ্বান জানান।
রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত বিবৃতিতে ভ্লাদিমির ভিসিলিয়েভ বলেন, আমরা দেশের নেতাদের লগানস্ক এবং দোনেতস্ক রিপাবলিককে প্রয়োজনীয় সামরিক সহযোগিতা প্রদানের আহ্বান জানাই। ইউক্রেনের আক্রমণ প্রতিহত করার জন্য এমন আহ্বান বলেও ওই বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
বিবৃতিতে ভ্লাদিমির ভিসিলিয়েভ বলেন, আমরা এ বিষয়ে আলোচনা করে বুঝেছি, তাদেরকে (রুশপন্থিদের) কিয়েভের দয়ার ওপর ছেড়ে দিতে পারি না।
এর আগে রাশিয়ার সংসদের উচ্চ কক্ষের ১ নম্বর ডেপুটি স্পিকার অ্যান্ডেরেই তারচাক প্রেসিডেন্ট পুতিনের প্রতি রুশপন্থিদের সমরাস্ত্র দিয়ে সহযোগিতার আহ্বান জানিয়েছিলেন।
তারচাক রাশিয়ার ক্ষমতাসীন পার্টির সাধারণ কাউন্সিলের মহাসচিব।
রাশিয়ার ক্ষমতাসীন দল ইউনাইটেড পার্টির জ্যেষ্ঠ সদস্য ভ্লাদিমির ভিসিলিয়েভ যে বিবৃতি দিয়েছেন তাতে বলা হয়েছে, লগানাস্ক এবং দোনেতস্কের জনগণকে তাদের প্রতিরক্ষার জন্য কিছু অস্ত্র দিয়ে সহযোগিতা দিয়ে কিয়েভের সামরিক আগ্রাসন রুখতে সহায়তা করা প্রয়োজন। তবে কী ধরনের অস্ত্র সহযোগিতা দিতে হবে বিবৃতিতে সেটা বলা হয়নি।
পশ্চিমাদের অভিযোগ, ইউক্রেন সীমান্তে এক লাখ সেনা মোতায়েন করে রাশিয়া দেশটিতে সামরিক অভিযান চালানোর পরিকল্পনা করছে। এই পরিস্থিতির মধ্যে মস্কো দাবি করেছিল ইউক্রেনকে যেন পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য না করা হয়। তবে রাশিয়ার এই দাবি নাকচ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। এটা নিয়ে রাশিয়া এবং পশ্চিমা দেশগুলোর মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।