পাকিস্তানের যে স্থানে দুবাইয়ের মতো শহর গড়তে মরিয়া ইমরান খান
অনলাইন ডেস্ক
২৮ জানুয়ারি ২০২২, ২১:৩৯:১১ | অনলাইন সংস্করণ
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান দেশটিতে সম্পূর্ণ একটি নতুন শহর গড়ে তুলতে চান। আর নতুন শহর হিসেবে বেঁছে নেয়া হয়েছে লাহোরে অবস্থিত রভি নদীর পাড়কে (ইরাবতি নদী)।
সম্পূর্ণ নতুন একটি শহর গড়ে তুলতে ২০ বিলিয়ন ডলার খরচ করতে হবে পাকিস্তানকে।
তবে পাকিস্তানের সুপ্রীম কোর্ট রভি নদীর পাড়ে নতুন শহর গড়ে তোলার ক্ষেত্রে নিষেধাজ্ঞা দিয়েছে।
কিন্তু প্রধানমন্ত্রী ইমরান খান জানিয়েছেন, তার সরকার সুপ্রীম কোর্টের কাছে এ বিষয়টি নিয়ে আবেদন করবে।
শুক্রবার লাহোরে একদিনের সফরে যান ইমরান খান। এরপর যান প্রস্তাবিত শহরটির স্থানটিতে।
ইমরান খান জানান, লাহোর শহর দিনে দিনে বসবাসের অনুপযোগী হয়ে ওঠছে। তাই নতুন একটি শহর গড়ে তুলতে হবে।
এ ব্যপারে ইমরান খান বলেন, যদি বর্তমান লাহোর শহরের পরিধি বাড়ানো হয় তাহলে এখানে পানি ও ময়লার সমস্যা আরো বাড়বে। লাহোরে এখনো অপরিকল্পিত বাড়ি-ঘর তৈরি হচ্ছে। তাদের পয়ঃনিষ্কাষন ব্যবস্থা নিয়ে কোনো ধারনাই নেই।
তিনি আরো বলেন, এটি হবে একটি আধুনিক শহর, যেটি নির্মাণ করা হবে দুবাই ও মালয়েশিয়ার মতো করে। এই শহরের পরিধি বাড়ানো হবে।
সূত্র: ডন
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
পাকিস্তানের যে স্থানে দুবাইয়ের মতো শহর গড়তে মরিয়া ইমরান খান
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান দেশটিতে সম্পূর্ণ একটি নতুন শহর গড়ে তুলতে চান। আর নতুন শহর হিসেবে বেঁছে নেয়া হয়েছে লাহোরে অবস্থিত রভি নদীর পাড়কে (ইরাবতি নদী)।
সম্পূর্ণ নতুন একটি শহর গড়ে তুলতে ২০ বিলিয়ন ডলার খরচ করতে হবে পাকিস্তানকে।
তবে পাকিস্তানের সুপ্রীম কোর্ট রভি নদীর পাড়ে নতুন শহর গড়ে তোলার ক্ষেত্রে নিষেধাজ্ঞা দিয়েছে।
কিন্তু প্রধানমন্ত্রী ইমরান খান জানিয়েছেন, তার সরকার সুপ্রীম কোর্টের কাছে এ বিষয়টি নিয়ে আবেদন করবে।
শুক্রবার লাহোরে একদিনের সফরে যান ইমরান খান। এরপর যান প্রস্তাবিত শহরটির স্থানটিতে।
ইমরান খান জানান, লাহোর শহর দিনে দিনে বসবাসের অনুপযোগী হয়ে ওঠছে। তাই নতুন একটি শহর গড়ে তুলতে হবে।
এ ব্যপারে ইমরান খান বলেন, যদি বর্তমান লাহোর শহরের পরিধি বাড়ানো হয় তাহলে এখানে পানি ও ময়লার সমস্যা আরো বাড়বে। লাহোরে এখনো অপরিকল্পিত বাড়ি-ঘর তৈরি হচ্ছে। তাদের পয়ঃনিষ্কাষন ব্যবস্থা নিয়ে কোনো ধারনাই নেই।
তিনি আরো বলেন, এটি হবে একটি আধুনিক শহর, যেটি নির্মাণ করা হবে দুবাই ও মালয়েশিয়ার মতো করে। এই শহরের পরিধি বাড়ানো হবে।
সূত্র: ডন