বাইডেনের ওপর ক্ষিপ্ত হয়ে যা বললেন এলন মাস্ক
অনলাইন ডেস্ক
২৮ জানুয়ারি ২০২২, ২২:২৫:১১ | অনলাইন সংস্করণ
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ওপর বেজায় ক্ষিপ্ত হয়েছেন বৈদ্যুতিক গাড়ি তৈরির প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী এলন মাস্ক।
জো বাইডেনের করা একটি টুইটই মূলত রাগিয়ে দেয় মাস্ককে।
টুইটে বাইডেন লেখেন, ফোর্ড ও জিএমের মতো কোম্পানিগুলো বর্তমানে সবচেয়ে বেশি বৈদ্যুতিক গাড়ি তৈরি করছে।
এই টুইটের জবাবে মাস্ক বাইডেনকে ‘ভেজা মোজার পুতুল’ বলে উল্লেখ করেন।
জো বাইডেন গত সপ্তাহে টেসলার প্রধান প্রতিদ্বন্দ্বি জিএম ও ফোর্ডের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। কিন্তু এখানে ছিলেন না টেসলার কেউ।
এর আগেও ২০৩০ সালের মধ্যে যুক্তরাষ্ট্রে সব গাড়ি বৈদ্যুতিক করার উদ্দেশে এই প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তাদের সঙ্গে বসেন বাইডেন। কিন্তু তখনো টেসলাকে ডাকা হয়নি।
টেসলার প্রধান নির্বাহী এলন মাস্ক জো বাইডেনের একজন কড়া সমালোচক। ২০২১ সালের সেপ্টেম্বর মাসে বাইডেনকে পক্ষপাতদুষ্ট বলে মন্তব্য করেন তিনি।
সূত্র: ফোর্বস
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বাইডেনের ওপর ক্ষিপ্ত হয়ে যা বললেন এলন মাস্ক
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ওপর বেজায় ক্ষিপ্ত হয়েছেন বৈদ্যুতিক গাড়ি তৈরির প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী এলন মাস্ক।
জো বাইডেনের করা একটি টুইটই মূলত রাগিয়ে দেয় মাস্ককে।
টুইটে বাইডেন লেখেন, ফোর্ড ও জিএমের মতো কোম্পানিগুলো বর্তমানে সবচেয়ে বেশি বৈদ্যুতিক গাড়ি তৈরি করছে।
এই টুইটের জবাবে মাস্ক বাইডেনকে ‘ভেজা মোজার পুতুল’ বলে উল্লেখ করেন।
জো বাইডেন গত সপ্তাহে টেসলার প্রধান প্রতিদ্বন্দ্বি জিএম ও ফোর্ডের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। কিন্তু এখানে ছিলেন না টেসলার কেউ।
এর আগেও ২০৩০ সালের মধ্যে যুক্তরাষ্ট্রে সব গাড়ি বৈদ্যুতিক করার উদ্দেশে এই প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তাদের সঙ্গে বসেন বাইডেন। কিন্তু তখনো টেসলাকে ডাকা হয়নি।
টেসলার প্রধান নির্বাহী এলন মাস্ক জো বাইডেনের একজন কড়া সমালোচক। ২০২১ সালের সেপ্টেম্বর মাসে বাইডেনকে পক্ষপাতদুষ্ট বলে মন্তব্য করেন তিনি।
সূত্র: ফোর্বস