জাতির উদ্দেশে বিশেষ ভাষণে কী বার্তা দেবেন ইমরান খান?
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ও দেশটির সদ্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইমরান খান জাতির উদ্দেশে ভাষণ দেবেন। বুধবার রাতে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তিনি এ ভাষণ দেবেন বলে জানা গেছে।
পিটিআইয়ের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া টিমকে দলের চেয়ারম্যানের ভাষণ সম্প্রচারের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে।
এর আগে মঙ্গলবার রাজনৈতিক কমিটির গুরুত্বপূর্ণ বৈঠকে সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন পিটিআইয়ের নেতারা।
এতে ২১ এপ্রিল মিনার-ই-পাকিস্তানে অনুষ্ঠিতব্য আসন্ন জনসভার প্রস্তুতি সম্পর্কে অবহিত করা হয়। দলীয় নেতাদের নিজস্ব বহর নিয়ে যথাসময়ে অনুষ্ঠানস্থলে পৌঁছানোর জন্য বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।
বৈঠকে ইমরান বলেন, স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে জনগণকে তাদের ভবিষ্যতের জন্য সুযোগ দেওয়া ছাড়া দেশের কোনো বিকল্প নেই।
তিনি বলেন, জনগণ একটি দেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষা করে। ষড়যন্ত্রের মাধ্যমে সরকার পরিবর্তন মেনে নিলে ভবিষ্যতের কোনো সরকারপ্রধান বাইরের চাপের মুখে পড়তে সাহস পাবে না।
গোটা জাতি স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য ঐক্যবদ্ধ বলেও মন্তব্য করেন ইমরান খান।
সূত্রের বরাতে এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, পিটিআইপ্রধান মিনার-ই-পাকিস্তানের ঐতিহাসিক জনসভায় বিশেষ একটি ঘোষণা দিতে পারেন।
জাতির উদ্দেশে বিশেষ ভাষণে কী বার্তা দেবেন ইমরান খান?
যুগান্তর ডেস্ক
২০ এপ্রিল ২০২২, ১৩:১৩:১৩ | অনলাইন সংস্করণ
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ও দেশটির সদ্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইমরান খান জাতির উদ্দেশে ভাষণ দেবেন। বুধবার রাতে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তিনি এ ভাষণ দেবেন বলে জানা গেছে।
পিটিআইয়ের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া টিমকে দলের চেয়ারম্যানের ভাষণ সম্প্রচারের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে।
এর আগে মঙ্গলবার রাজনৈতিক কমিটির গুরুত্বপূর্ণ বৈঠকে সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন পিটিআইয়ের নেতারা।
এতে ২১ এপ্রিল মিনার-ই-পাকিস্তানে অনুষ্ঠিতব্য আসন্ন জনসভার প্রস্তুতি সম্পর্কে অবহিত করা হয়। দলীয় নেতাদের নিজস্ব বহর নিয়ে যথাসময়ে অনুষ্ঠানস্থলে পৌঁছানোর জন্য বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।
বৈঠকে ইমরান বলেন, স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে জনগণকে তাদের ভবিষ্যতের জন্য সুযোগ দেওয়া ছাড়া দেশের কোনো বিকল্প নেই।
তিনি বলেন, জনগণ একটি দেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষা করে। ষড়যন্ত্রের মাধ্যমে সরকার পরিবর্তন মেনে নিলে ভবিষ্যতের কোনো সরকারপ্রধান বাইরের চাপের মুখে পড়তে সাহস পাবে না।
গোটা জাতি স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য ঐক্যবদ্ধ বলেও মন্তব্য করেন ইমরান খান।
সূত্রের বরাতে এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, পিটিআইপ্রধান মিনার-ই-পাকিস্তানের ঐতিহাসিক জনসভায় বিশেষ একটি ঘোষণা দিতে পারেন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by The Daily Jugantor © 2023