বিয়ে বাড়ির খাবার খেয়ে বিপাকে অতিথিরা, গ্রেফতার কনে
যুগান্তর ডেস্ক
২২ এপ্রিল ২০২২, ২২:২৮:৪৪ | অনলাইন সংস্করণ
বিয়ের দাওয়াত মানেই কব্জি ডুবিয়ে খাওয়া। তবে সেই কব্জি ডুবিয়ে খাওয়াই কাল হলো বিয়ে বাড়িতে অতিথিদের। বিয়ের বাড়ির খাবার খেয়ে কোথায় তৃপ্তির ঢেঁকুর তুলবেন, তা না উল্টো বিপাকে পড়েছেন তারা। বিয়ের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েন তারা। আর এই ঘটনার মূল হোতা কেউ নয়, স্বয়ং বিয়ের কনে।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় এই ঘটনা ঘটে বলে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে।
সিএনএন জানায়, বিয়ের খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে অনেকের পেট ব্যথা শুরু হয়। কারো কারো ব্যথা এতো তীব্র ছিল যে তাদের হাসপাতালে নিতে হয়েছে।
অতিথিরা অসুস্থ হয়ে পড়লে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে তাৎক্ষণিকভাবে খাবারের নমুনা সংগ্রহ করেন। পরিবেশিত লাসাগনা এবং রুটিতে গাঁজার প্রাথমিক পদার্থ টেট্রাহাইড্রোকানাবিনলের উপস্থিতি পাওয়া গেছে।
এর পর পুলিশ ‘গাঁজা বিতরণ এবং ফ্লোরিডার অ্যান্টি-টেম্পারিং আইন লঙ্ঘনের অভিযোগে’ কনে ডানিয়া গ্লেনি (৪২) তার ক্যাটারার জয়সেলিন ব্রায়ান্টকে (৩১) গ্রেফতার করে। অবশ্য কনে কেন এই কাণ্ড ঘটালেন তা অবশ্য জানা যায়নি।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বিয়ে বাড়ির খাবার খেয়ে বিপাকে অতিথিরা, গ্রেফতার কনে
বিয়ের দাওয়াত মানেই কব্জি ডুবিয়ে খাওয়া। তবে সেই কব্জি ডুবিয়ে খাওয়াই কাল হলো বিয়ে বাড়িতে অতিথিদের। বিয়ের বাড়ির খাবার খেয়ে কোথায় তৃপ্তির ঢেঁকুর তুলবেন, তা না উল্টো বিপাকে পড়েছেন তারা। বিয়ের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েন তারা। আর এই ঘটনার মূল হোতা কেউ নয়, স্বয়ং বিয়ের কনে।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় এই ঘটনা ঘটে বলে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে।
সিএনএন জানায়, বিয়ের খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে অনেকের পেট ব্যথা শুরু হয়। কারো কারো ব্যথা এতো তীব্র ছিল যে তাদের হাসপাতালে নিতে হয়েছে।
অতিথিরা অসুস্থ হয়ে পড়লে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে তাৎক্ষণিকভাবে খাবারের নমুনা সংগ্রহ করেন। পরিবেশিত লাসাগনা এবং রুটিতে গাঁজার প্রাথমিক পদার্থ টেট্রাহাইড্রোকানাবিনলের উপস্থিতি পাওয়া গেছে।
এর পর পুলিশ ‘গাঁজা বিতরণ এবং ফ্লোরিডার অ্যান্টি-টেম্পারিং আইন লঙ্ঘনের অভিযোগে’ কনে ডানিয়া গ্লেনি (৪২) তার ক্যাটারার জয়সেলিন ব্রায়ান্টকে (৩১) গ্রেফতার করে। অবশ্য কনে কেন এই কাণ্ড ঘটালেন তা অবশ্য জানা যায়নি।