রাশিয়া থেকে চলে যাওয়ার ঘোষণা ম্যাকডোনাল্ডসের
বিশ্বের বৃহত্তম বার্গার চেইন ম্যাকডোনাল্ডস সোমবার জানিয়েছে,তারা রাশিয়ায় তাদের ব্যবসা বিক্রি করে দেবে।
তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, ইউক্রেনে মানবিক বিপর্যয়ের কারণ ও ব্যবসা চালানোর মতো অবস্থা না থাকায় তারা রাশিয়ায় ব্যবসা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
রাশিয়ায় ৩০ বছর আগে নিজেদের কার্যক্রম শুরু করেছিল শিকাগো ভিক্তিক বার্গার চেইন ম্যাকডোনাল্ডস।
রাশিয়া যখন ইউক্রেনে প্রথম হামলা করে তখন রাশিয়ায় অস্থায়ীভাবে নিজেদের কার্যক্রম বন্ধ করে দেয় ম্যাকডোনাল্ডস। রাশিয়ায় ম্যাকডোনাল্ডসের ৮০০ এর বেশি দোকান আছে।
কিন্তু ওই সময় কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়, নিজেদের কার্যক্রম বন্ধ করলেও ম্যাকডোনাল্ডস রাশিয়ায় কর্মরত সকল কর্মকর্তা কর্মচারীকে বেতন দিয়ে যাবে তারা।
রাশিয়ায় ম্যাকডোনাল্ডসের যেসব দোকান আছে তার ৮৪ ভাগের মালিকানা ছিল ম্যাকডোনাল্ডসের নিজের।
ম্যাকডোনাল্ডসের দেওয়া তথ্য অনুযায়ী তারা প্রতিবছর সারা বিশ্বের সকল দোকান থেকে যত অর্থ লাভ করত তার ৯ ভাগই আসত রাশিয়া ও ইউক্রেন থেকে। যার পরিমাণ প্রায় ২ বিলিয়ন ইউরো।
ফলে রাশিয়া থেকে ব্যবসা বিক্রি করে চলে গেলে ম্যাকডোনাল্ডসের লাভের ১০০ ভাগের প্রায় ১০ ভাগই কমে যাবে।
সূত্র: সিএনএন, দ্য গার্ডিয়ান
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
রাশিয়া থেকে চলে যাওয়ার ঘোষণা ম্যাকডোনাল্ডসের
বিশ্বের বৃহত্তম বার্গার চেইন ম্যাকডোনাল্ডস সোমবার জানিয়েছে,তারা রাশিয়ায় তাদের ব্যবসা বিক্রি করে দেবে।
তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, ইউক্রেনে মানবিক বিপর্যয়ের কারণ ও ব্যবসা চালানোর মতো অবস্থা না থাকায় তারা রাশিয়ায় ব্যবসা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
রাশিয়ায় ৩০ বছর আগে নিজেদের কার্যক্রম শুরু করেছিল শিকাগো ভিক্তিক বার্গার চেইন ম্যাকডোনাল্ডস।
রাশিয়া যখন ইউক্রেনে প্রথম হামলা করে তখন রাশিয়ায় অস্থায়ীভাবে নিজেদের কার্যক্রম বন্ধ করে দেয় ম্যাকডোনাল্ডস। রাশিয়ায় ম্যাকডোনাল্ডসের ৮০০ এর বেশি দোকান আছে।
কিন্তু ওই সময় কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়, নিজেদের কার্যক্রম বন্ধ করলেও ম্যাকডোনাল্ডস রাশিয়ায় কর্মরত সকল কর্মকর্তা কর্মচারীকে বেতন দিয়ে যাবে তারা।
রাশিয়ায় ম্যাকডোনাল্ডসের যেসব দোকান আছে তার ৮৪ ভাগের মালিকানা ছিল ম্যাকডোনাল্ডসের নিজের।
ম্যাকডোনাল্ডসের দেওয়া তথ্য অনুযায়ী তারা প্রতিবছর সারা বিশ্বের সকল দোকান থেকে যত অর্থ লাভ করত তার ৯ ভাগই আসত রাশিয়া ও ইউক্রেন থেকে। যার পরিমাণ প্রায় ২ বিলিয়ন ইউরো।
ফলে রাশিয়া থেকে ব্যবসা বিক্রি করে চলে গেলে ম্যাকডোনাল্ডসের লাভের ১০০ ভাগের প্রায় ১০ ভাগই কমে যাবে।
সূত্র: সিএনএন, দ্য গার্ডিয়ান