ফিনল্যান্ড-সুইডেনের ন্যাটোতে যোগ দেওয়ার ইচ্ছা ‘গুরুতর ভুল’: রাশিয়া
অনলাইন ডেস্ক
১৬ মে ২০২২, ২০:৩৫:৩৩ | অনলাইন সংস্করণ
রাশিয়ার ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রায়াবকোভ বলেছেন, ন্যাটো সামরিক জোটে ফিনল্যান্ড-সুইডেনের যোগ দেওয়ার ইচ্ছা একটি গুরুতর ভুল। আর এমনটি হলে ইউরোপে সামরিক উত্তেজনা বৃদ্ধি পাবে।
ইন্টারফ্যাক্স নিউজ এজেন্সি জানিয়েছে, এ ব্যাপারে ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রায়াবকোভ বলেছেন, আমাদের কাছে এ সিদ্ধান্তটি বেশ পরিস্কার, ন্যাটোতে যোগ দিলে ফিনল্যান্ড-সুইডেনের শক্তি বাড়বে না।
তিনি আরও বলেছেন, তাদের কোনো বিভ্রম থাকা উচিত না যে আমরা বিষয়টি নিয়ে আমরা শুধু দেখব। সামরিক উত্তেজনা বাড়বে। এই জায়গায় কি হবে সেটি আন্দাজ করার বিষয়টি কমে যাবে।
এদিকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোটে ফিনল্যান্ড ও সুইডেনের মতো ঐতিহাসিক দুটি নিরপেক্ষ দেশের যোগ দিতে চাওয়ার বিষয়টি, গত কয়েক যুগের মধ্যে ইউরোপের নিরাপত্তা স্থাপত্যের মধ্যে অনেক বড় একটি পরিবর্তন।
ইউক্রেনে হামলা করার পর নর্ডীক অঞ্চলের দেশগুলোর মনোভাবের মধ্যে যে বড় ধরনের পরিবর্তন এসেছে এটি সেটিরই ইঙ্গিত বহন করে।
সূত্র: আল জাজিরা
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ফিনল্যান্ড-সুইডেনের ন্যাটোতে যোগ দেওয়ার ইচ্ছা ‘গুরুতর ভুল’: রাশিয়া
রাশিয়ার ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রায়াবকোভ বলেছেন, ন্যাটো সামরিক জোটে ফিনল্যান্ড-সুইডেনের যোগ দেওয়ার ইচ্ছা একটি গুরুতর ভুল। আর এমনটি হলে ইউরোপে সামরিক উত্তেজনা বৃদ্ধি পাবে।
ইন্টারফ্যাক্স নিউজ এজেন্সি জানিয়েছে, এ ব্যাপারে ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রায়াবকোভ বলেছেন, আমাদের কাছে এ সিদ্ধান্তটি বেশ পরিস্কার, ন্যাটোতে যোগ দিলে ফিনল্যান্ড-সুইডেনের শক্তি বাড়বে না।
তিনি আরও বলেছেন, তাদের কোনো বিভ্রম থাকা উচিত না যে আমরা বিষয়টি নিয়ে আমরা শুধু দেখব। সামরিক উত্তেজনা বাড়বে। এই জায়গায় কি হবে সেটি আন্দাজ করার বিষয়টি কমে যাবে।
এদিকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোটে ফিনল্যান্ড ও সুইডেনের মতো ঐতিহাসিক দুটি নিরপেক্ষ দেশের যোগ দিতে চাওয়ার বিষয়টি, গত কয়েক যুগের মধ্যে ইউরোপের নিরাপত্তা স্থাপত্যের মধ্যে অনেক বড় একটি পরিবর্তন।
ইউক্রেনে হামলা করার পর নর্ডীক অঞ্চলের দেশগুলোর মনোভাবের মধ্যে যে বড় ধরনের পরিবর্তন এসেছে এটি সেটিরই ইঙ্গিত বহন করে।
সূত্র: আল জাজিরা