নিজেদের অবস্থানে অনড় হাঙ্গেরি
হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান সোমবার দেশটির সংসদে জানিয়েছেন, ইউরোপীয় ইউনিয়নের এমন কোনো নিষেধাজ্ঞার প্রস্তাবকে তিনি সমর্থন দেবেন না, যেটি হাঙ্গেরির জ্বালানি নিরাপত্তা হুমকির মুখে ফেলবে।
রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা দেওয়া নিয়ে এমন মন্তব্য করেছেন অরবান।
সংসদে প্রধানমন্ত্রী ভিক্টর অরবান আরও জানিয়েছেন, যতক্ষণ কোনো নিষেধাজ্ঞা হাঙ্গেরির স্বার্থের বিরুদ্ধে ও হাঙ্গেরির অর্থনৈতিক নিরাপত্তার বিরুদ্ধে না যাচ্ছে ততক্ষণ তিনি কোনো নিষেধাজ্ঞায় বাধা দেবেন না।
হাঙ্গেরির প্রধানমন্ত্রী সন্দেহ প্রকাশ করেছেন রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা দিলেও হয়ত রাশিয়াকে থামানো যাবে না।
এ ব্যাপারে ভিক্টর অরবান বলেছেন, ইউরোপীয় ইউনিয়নের নেতারা মনে করছে ইউরোপের নিষেধাজ্ঞা রাশিয়াকে তাদের কাছে মাথা নোয়াতে বাধ্য করবে। কিন্তু কোনো মহাদেশীয় নিষেধাজ্ঞা সফল হয়েছে কিনা সেটি আমার মনে নেই।
এদিকে রাশিয়ার সব ধরনের জ্বালানি তেলের ওপর নিষেধাজ্ঞা দিতে চাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। কিন্তু হাঙ্গেরি প্রথম থেকেই এটির বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তারা তাদের এ সিদ্ধান্তে অনড় আছে।
হাঙ্গেরি উল্টো ইউরোপীয় ইউনিয়নের কাছে দাবি করেছে, তারা যদি রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা দিতে চায় তাহলে এতে হাঙ্গেরির যে ক্ষতি হবে সেটির ক্ষতি পূরণ দেওয়ার নিশ্চয়তা দিতে হবে।
সূত্র: আল জাজিরা
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
নিজেদের অবস্থানে অনড় হাঙ্গেরি
হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান সোমবার দেশটির সংসদে জানিয়েছেন, ইউরোপীয় ইউনিয়নের এমন কোনো নিষেধাজ্ঞার প্রস্তাবকে তিনি সমর্থন দেবেন না, যেটি হাঙ্গেরির জ্বালানি নিরাপত্তা হুমকির মুখে ফেলবে।
রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা দেওয়া নিয়ে এমন মন্তব্য করেছেন অরবান।
সংসদে প্রধানমন্ত্রী ভিক্টর অরবান আরও জানিয়েছেন, যতক্ষণ কোনো নিষেধাজ্ঞা হাঙ্গেরির স্বার্থের বিরুদ্ধে ও হাঙ্গেরির অর্থনৈতিক নিরাপত্তার বিরুদ্ধে না যাচ্ছে ততক্ষণ তিনি কোনো নিষেধাজ্ঞায় বাধা দেবেন না।
হাঙ্গেরির প্রধানমন্ত্রী সন্দেহ প্রকাশ করেছেন রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা দিলেও হয়ত রাশিয়াকে থামানো যাবে না।
এ ব্যাপারে ভিক্টর অরবান বলেছেন, ইউরোপীয় ইউনিয়নের নেতারা মনে করছে ইউরোপের নিষেধাজ্ঞা রাশিয়াকে তাদের কাছে মাথা নোয়াতে বাধ্য করবে। কিন্তু কোনো মহাদেশীয় নিষেধাজ্ঞা সফল হয়েছে কিনা সেটি আমার মনে নেই।
এদিকে রাশিয়ার সব ধরনের জ্বালানি তেলের ওপর নিষেধাজ্ঞা দিতে চাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। কিন্তু হাঙ্গেরি প্রথম থেকেই এটির বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তারা তাদের এ সিদ্ধান্তে অনড় আছে।
হাঙ্গেরি উল্টো ইউরোপীয় ইউনিয়নের কাছে দাবি করেছে, তারা যদি রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা দিতে চায় তাহলে এতে হাঙ্গেরির যে ক্ষতি হবে সেটির ক্ষতি পূরণ দেওয়ার নিশ্চয়তা দিতে হবে।
সূত্র: আল জাজিরা