ইউক্রেনের সেই স্টিল মিল থেকে ২৬৪ সেনা উদ্ধার
ইউক্রেনের বন্দরনগরী মারিউপোলের আজভস্টালে স্টিল মিলে আটকেপড়া ২৬৪ ইউক্রেনীয় সেনাসদস্যকে উদ্ধার করা হয়েছে।
এদের মধ্য ৫৩ জনকে গুরুতর আহতাবস্থায় নোভোয়াজভোস্ক শহরের একটি হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। খবর আনাদোলুর।
ইউক্রেনের সেনাপ্রধান মঙ্গলবার ভোরে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। বিবৃতিতে আরও বলা হয়েছে, উদ্ধার করা বাকি ২১১ জনকে ওলেনিভকা শহরের সরিয়ে নেওয়া হয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট এক টেলিগ্রাম পোস্টে বলেন, আমরা আমাদের জতীয় বীরদের জীবিত দেখতে চাই। মাবিউপোলের স্টিল মিল থেকে আমাদের সেনাদের উদ্ধারের মাধ্যমে আমরা আমাদের নীতি সম্পর্কে সবাই ধারণা পেয়েছেন।
উল্লেখ্য, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সোমবার জানিয়েছে, মারিউপোলের আজভস্টালে আটকে থাকা আহত যোদ্ধাদের বের করে নিতে রাশিয়ার সঙ্গে চুক্তি করেছে ইউক্রেন।
এ চুক্তিতে সম্মত হওয়ার মাধ্যমে আহত যোদ্ধাদের বের হওয়ার সুযোগ দিল রাশিয়া।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, আহত যোদ্ধাদের রাশিয়ার নিয়ন্ত্রিত নোভোয়াজোভস্কের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হবে।
এ ব্যাপারে বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, মারিউপোলের আজভস্টালের আহত সেনাদের উদ্ধার করতে ইউক্রেনের সেনা প্রতিনিধিদের সঙ্গে একটি চুক্তিতে সম্মত হয়েছে রাশিয়া। তাদের উদ্ধার করার সময় সব ধরনের হামলা বন্ধ রাখা হবে।
এদিকে মারিউপোলের আজভস্টালে প্রায় এক হাজার ইউক্রেনীয় সেনা ও আজভ ব্রিগেডের সদস্য আটকে আছেন।
তাদের আত্মসমর্পণ করতে অনুরোধ জানিয়েছিল রাশিয়া। কিন্তু রাশিয়ার এ ডাকে সাড়া দেননি যোদ্ধারা।
তবে এরপর ইউক্রেনের পক্ষ থেকে জানানো হয় আজভস্টালে অসংখ্য আহত সেনা পড়ে আছেন। তাদের জরুরি ভিত্তিতে চিকিৎসা প্রয়োজন।
আর এসব আহত যোদ্ধাদের উদ্ধার করে নেওয়ার জন্য আবেদন জানাতে থাকেন সেখানে আটকে থাকা অন্য যোদ্ধারা।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ইউক্রেনের সেই স্টিল মিল থেকে ২৬৪ সেনা উদ্ধার
ইউক্রেনের বন্দরনগরী মারিউপোলের আজভস্টালে স্টিল মিলে আটকেপড়া ২৬৪ ইউক্রেনীয় সেনাসদস্যকে উদ্ধার করা হয়েছে।
এদের মধ্য ৫৩ জনকে গুরুতর আহতাবস্থায় নোভোয়াজভোস্ক শহরের একটি হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। খবর আনাদোলুর।
ইউক্রেনের সেনাপ্রধান মঙ্গলবার ভোরে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। বিবৃতিতে আরও বলা হয়েছে, উদ্ধার করা বাকি ২১১ জনকে ওলেনিভকা শহরের সরিয়ে নেওয়া হয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট এক টেলিগ্রাম পোস্টে বলেন, আমরা আমাদের জতীয় বীরদের জীবিত দেখতে চাই। মাবিউপোলের স্টিল মিল থেকে আমাদের সেনাদের উদ্ধারের মাধ্যমে আমরা আমাদের নীতি সম্পর্কে সবাই ধারণা পেয়েছেন।
উল্লেখ্য, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সোমবার জানিয়েছে, মারিউপোলের আজভস্টালে আটকে থাকা আহত যোদ্ধাদের বের করে নিতে রাশিয়ার সঙ্গে চুক্তি করেছে ইউক্রেন।
এ চুক্তিতে সম্মত হওয়ার মাধ্যমে আহত যোদ্ধাদের বের হওয়ার সুযোগ দিল রাশিয়া।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, আহত যোদ্ধাদের রাশিয়ার নিয়ন্ত্রিত নোভোয়াজোভস্কের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হবে।
এ ব্যাপারে বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, মারিউপোলের আজভস্টালের আহত সেনাদের উদ্ধার করতে ইউক্রেনের সেনা প্রতিনিধিদের সঙ্গে একটি চুক্তিতে সম্মত হয়েছে রাশিয়া। তাদের উদ্ধার করার সময় সব ধরনের হামলা বন্ধ রাখা হবে।
এদিকে মারিউপোলের আজভস্টালে প্রায় এক হাজার ইউক্রেনীয় সেনা ও আজভ ব্রিগেডের সদস্য আটকে আছেন।
তাদের আত্মসমর্পণ করতে অনুরোধ জানিয়েছিল রাশিয়া। কিন্তু রাশিয়ার এ ডাকে সাড়া দেননি যোদ্ধারা।
তবে এরপর ইউক্রেনের পক্ষ থেকে জানানো হয় আজভস্টালে অসংখ্য আহত সেনা পড়ে আছেন। তাদের জরুরি ভিত্তিতে চিকিৎসা প্রয়োজন।
আর এসব আহত যোদ্ধাদের উদ্ধার করে নেওয়ার জন্য আবেদন জানাতে থাকেন সেখানে আটকে থাকা অন্য যোদ্ধারা।