রুশ হামলায় ৩৭৫২ ইউক্রেনীয় নিহত: জাতিসংঘ
গত ২৪ ফেব্রুয়ারি থেকে রাশিয়ার আগ্রাসন শুরু হওয়ার পর থেকে ইউক্রেনে তিন হাজার ৭৫২ বেসামরিক লোক নিহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ।
মঙ্গলবার সর্বশেষ বেসামরিক হতাহতের আপডেটে জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের অফিস (ওএইচসিএইচআর) এ তথ্য জানায়। খবর আলজাজিরার।
প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার অগ্রসানে ইউক্রেনে সাত হাজার ৮১৪ জন বেসামরিক হতাহত হয়েছেন। এর মধ্যে তিন হাজার ৭৫২ জন নিহত এবং চার হাজার ৬২ জন আহত হয়েছেন।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, অধিকাংশ বেসামরিক লোক হতাহতের রেকর্ড করা হয়েছে, যারা বিস্ফোরক অস্ত্র মাধ্যমে ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে রয়েছে ভারি কামান এবং একাধিক লঞ্চ রকেট সিস্টেম থেকে গোলাবর্ষণ, ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা।
প্রসঙ্গত গত ২৪ ফেব্রুয়ারি থেকে সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ চালাচ্ছে রাশিয়া। এরই মধ্যে ইউক্রেনে বেশ কয়েকটি শহর দখলে নিয়েছে রুশ বাহিনী। এ ঘটনায় প্রয় ৬০ লাখ ইউক্রেনীয় দেশ ছেড়ে পালিয়েছেন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
রুশ হামলায় ৩৭৫২ ইউক্রেনীয় নিহত: জাতিসংঘ
গত ২৪ ফেব্রুয়ারি থেকে রাশিয়ার আগ্রাসন শুরু হওয়ার পর থেকে ইউক্রেনে তিন হাজার ৭৫২ বেসামরিক লোক নিহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ।
মঙ্গলবার সর্বশেষ বেসামরিক হতাহতের আপডেটে জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের অফিস (ওএইচসিএইচআর) এ তথ্য জানায়। খবর আলজাজিরার।
প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার অগ্রসানে ইউক্রেনে সাত হাজার ৮১৪ জন বেসামরিক হতাহত হয়েছেন। এর মধ্যে তিন হাজার ৭৫২ জন নিহত এবং চার হাজার ৬২ জন আহত হয়েছেন।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, অধিকাংশ বেসামরিক লোক হতাহতের রেকর্ড করা হয়েছে, যারা বিস্ফোরক অস্ত্র মাধ্যমে ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে রয়েছে ভারি কামান এবং একাধিক লঞ্চ রকেট সিস্টেম থেকে গোলাবর্ষণ, ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা।
প্রসঙ্গত গত ২৪ ফেব্রুয়ারি থেকে সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ চালাচ্ছে রাশিয়া। এরই মধ্যে ইউক্রেনে বেশ কয়েকটি শহর দখলে নিয়েছে রুশ বাহিনী। এ ঘটনায় প্রয় ৬০ লাখ ইউক্রেনীয় দেশ ছেড়ে পালিয়েছেন।