‘ন্যাটোর সদস্য হওয়ার আগেই ফিনল্যান্ড-সুইডেন হামলার শিকার হলে…’
যুগান্তর ডেস্ক
১৯ মে ২০২২, ১৭:২৭:১৫ | অনলাইন সংস্করণ
যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর সদস্যপদের জন্য ইতোমধ্যেই আনুষ্ঠানিকভাবে আবেদন করেছে রাশিয়ার দুই প্রতিবেশী দেশ সুইডেন-ফিনল্যান্ড। তবে ন্যাটোতে যোগদানের আগেই হামলার শিকার হলে দেশ দুটির পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন পোল্যান্ড। দেশটির প্রধানমন্ত্রী মাতায়ুজ মোরাভিয়েস্কি বৃহস্পতিবার এই ঘোষণা দেন বলে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে।
এক সংবাদ সম্মেলনে মাতায়ুজ মোরাভিয়েস্কি বলেন, আমি সুইডেন ও ফিনল্যান্ডের ন্যাটোতে যোগদানকে ইউরোপে নিরাপত্তা জোরদার করার একটি গুরুত্বপূর্ণ সংকেত বলে মনে করি। আমি এটা স্পষ্ট করে বলতে চাই যে সুইডেন বা ফিনল্যান্ডে তাদের যোগদানের (প্রক্রিয়া) সময় আক্রমণের শিকার হলে পোল্যান্ড তাদের সাহায্য করবে।
ফিনল্যান্ড ও সুইডেন বুধবার আনুষ্ঠানিকভাবে ন্যাটো জোটে যোগদানের জন্য আবেদন করেছে। ন্যাটো জোটের সদস্য হতে দেশ দুটির কয়েক সপ্তাহ সময় লাগতে পারে।
এদিকে, ফিনল্যান্ড এবং সুইডেন একসঙ্গে বহনযোগ্য আগ্নেয়াস্ত্র এবং ট্যাংক-বিধ্বংসী অস্ত্র কিনবে বলে ফিনল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
‘ন্যাটোর সদস্য হওয়ার আগেই ফিনল্যান্ড-সুইডেন হামলার শিকার হলে…’
যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর সদস্যপদের জন্য ইতোমধ্যেই আনুষ্ঠানিকভাবে আবেদন করেছে রাশিয়ার দুই প্রতিবেশী দেশ সুইডেন-ফিনল্যান্ড। তবে ন্যাটোতে যোগদানের আগেই হামলার শিকার হলে দেশ দুটির পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন পোল্যান্ড। দেশটির প্রধানমন্ত্রী মাতায়ুজ মোরাভিয়েস্কি বৃহস্পতিবার এই ঘোষণা দেন বলে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে।
এক সংবাদ সম্মেলনে মাতায়ুজ মোরাভিয়েস্কি বলেন, আমি সুইডেন ও ফিনল্যান্ডের ন্যাটোতে যোগদানকে ইউরোপে নিরাপত্তা জোরদার করার একটি গুরুত্বপূর্ণ সংকেত বলে মনে করি। আমি এটা স্পষ্ট করে বলতে চাই যে সুইডেন বা ফিনল্যান্ডে তাদের যোগদানের (প্রক্রিয়া) সময় আক্রমণের শিকার হলে পোল্যান্ড তাদের সাহায্য করবে।
ফিনল্যান্ড ও সুইডেন বুধবার আনুষ্ঠানিকভাবে ন্যাটো জোটে যোগদানের জন্য আবেদন করেছে। ন্যাটো জোটের সদস্য হতে দেশ দুটির কয়েক সপ্তাহ সময় লাগতে পারে।
এদিকে, ফিনল্যান্ড এবং সুইডেন একসঙ্গে বহনযোগ্য আগ্নেয়াস্ত্র এবং ট্যাংক-বিধ্বংসী অস্ত্র কিনবে বলে ফিনল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।