পারমাণবিক অস্ত্র, ন্যাটো সামরিক ঘাঁটি নিয়ে ভিন্ন সুর ফিনল্যান্ড-সুইডেনের
যুগান্তর ডেস্ক
১৯ মে ২০২২, ২০:৫৭:৫৪ | অনলাইন সংস্করণ
ন্যাটোর সদস্য হলেও নিজেদের ভূখণ্ডে পারমাণবিক অস্ত্র মোতায়েন কিংবা ন্যাটোর সামরিক ঘাঁটি স্থাপনের ব্যাপারে ইচ্ছুক নয় ফিনল্যান্ড ও সুইডেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা মারিন ইতালীয় সংবাদপত্র কোরিয়ারে ডেলা সেরাকে বলেন, এই ধরনের পদক্ষেপগুলো ন্যাটোর সঙ্গে ফিনল্যান্ডের সদস্যপদের আলোচনার অংশ নয়।
ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘির সঙ্গে সাক্ষাতের জন্য রোম সফরকালে তিনি আরও বলেন, আমি মনে করি না ন্যাটোর ফিনল্যান্ডে পারমাণবিক অস্ত্র মোতায়েন বা ন্যাটো ঘাঁটি খোলার কোনো আগ্রহ আছে।
অন্যদিকে, এর আগে সুইডেনের প্রধানমন্ত্রী ম্যাগডালেনা অ্যান্ডারসনও বলেছিলেন, তার দেশ নিজেদের ভূখণ্ডে স্থায়ী ন্যাটো ঘাঁটি বা পারমাণবিক অস্ত্র চায় না।
এদিকে, বুধবারই যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর সদস্যপদের জন্য ইতোমধ্যেই আনুষ্ঠানিকভাবে আবেদন করেছে রাশিয়ার দুই প্রতিবেশী দেশ সুইডেন-ফিনল্যান্ড।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
পারমাণবিক অস্ত্র, ন্যাটো সামরিক ঘাঁটি নিয়ে ভিন্ন সুর ফিনল্যান্ড-সুইডেনের
ন্যাটোর সদস্য হলেও নিজেদের ভূখণ্ডে পারমাণবিক অস্ত্র মোতায়েন কিংবা ন্যাটোর সামরিক ঘাঁটি স্থাপনের ব্যাপারে ইচ্ছুক নয় ফিনল্যান্ড ও সুইডেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা মারিন ইতালীয় সংবাদপত্র কোরিয়ারে ডেলা সেরাকে বলেন, এই ধরনের পদক্ষেপগুলো ন্যাটোর সঙ্গে ফিনল্যান্ডের সদস্যপদের আলোচনার অংশ নয়।
ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘির সঙ্গে সাক্ষাতের জন্য রোম সফরকালে তিনি আরও বলেন, আমি মনে করি না ন্যাটোর ফিনল্যান্ডে পারমাণবিক অস্ত্র মোতায়েন বা ন্যাটো ঘাঁটি খোলার কোনো আগ্রহ আছে।
অন্যদিকে, এর আগে সুইডেনের প্রধানমন্ত্রী ম্যাগডালেনা অ্যান্ডারসনও বলেছিলেন, তার দেশ নিজেদের ভূখণ্ডে স্থায়ী ন্যাটো ঘাঁটি বা পারমাণবিক অস্ত্র চায় না।
এদিকে, বুধবারই যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর সদস্যপদের জন্য ইতোমধ্যেই আনুষ্ঠানিকভাবে আবেদন করেছে রাশিয়ার দুই প্রতিবেশী দেশ সুইডেন-ফিনল্যান্ড।