এক মাসের পেট্রোল-ডিজেল যোগাড় করতে পেরেছে শ্রীলংকা
অনলাইন ডেস্ক
১৯ মে ২০২২, ২২:২৬:৫০ | অনলাইন সংস্করণ
শ্রীলংকার নতুন প্রধানমন্ত্রী রানিল বিক্রমাসিংহে বৃহস্পতিবার দেশটির সংসদ সদস্যদের আশ্বস্ত করেছেন, মধ্য জুন পর্যন্ত চলার মতো পেট্রোল ও ডিজেল যোগাড় করতে সমর্থ হয়েছেন তারা। এ সময় পর্যন্ত কোনো সংকট পড়বে না।
মাহিন্দা রাজাপাকসে প্রধানমন্ত্রীর পদ ছাড়ার পর প্রথমবারের মতো বৃহস্পতিবার দেশটির সংসদ অধিবেশন বসে। সেখানেই এ তথ্য জানান নতুন প্রধানমন্ত্রী।
রানিল বিক্রমাসিংহে জানিয়েছেন, সাধারণ মানুষকে আপাতত পেট্রোল-ডিজেলের জন্য লম্বা লাইনে দাঁড়াতে হবে না। তবে তিনি জানিয়েছেন, জ্বালানির জন্য মানুষের লম্বা লাইন পুরোপুরি যাবে না।
তাছাড়া শ্রীলংকায় বিক্ষোভকারীদের দেখামাত্র গুলি করার নির্দেশের বিষয়েও কথা বলেছেন বিক্রমাসিংহে। তিনি বলেছেন, আইন প্রয়োগকারী বাহিনীর কাছে অফিসিয়ালি এ নির্দেশনা পৌঁছে দেওয়া হয়নি এবং তাদের সর্বোচ্চ ধৈর্য্য ধরে পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালন করতে বলা হয়েছে।
এদিকে স্বাধীনতা লাভের পর শ্রীলংকা অর্থনৈতিকভাবে সবচেয়ে খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। নিত্য প্রয়োজনীয় পণ্য ও জ্বালানি পেতেও তাদের হিমশিম খেতে হচ্ছে।
আর এসব কারণে সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের বিরুদ্ধে আন্দোলনে নামেন সাধারণ জনগণ। এর জেরে প্রধানমন্ত্রীর পদ ছাড়তে বাধ্য হন তিনি।
সূত্র: এনডিটিভি
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এক মাসের পেট্রোল-ডিজেল যোগাড় করতে পেরেছে শ্রীলংকা
শ্রীলংকার নতুন প্রধানমন্ত্রী রানিল বিক্রমাসিংহে বৃহস্পতিবার দেশটির সংসদ সদস্যদের আশ্বস্ত করেছেন, মধ্য জুন পর্যন্ত চলার মতো পেট্রোল ও ডিজেল যোগাড় করতে সমর্থ হয়েছেন তারা। এ সময় পর্যন্ত কোনো সংকট পড়বে না।
মাহিন্দা রাজাপাকসে প্রধানমন্ত্রীর পদ ছাড়ার পর প্রথমবারের মতো বৃহস্পতিবার দেশটির সংসদ অধিবেশন বসে। সেখানেই এ তথ্য জানান নতুন প্রধানমন্ত্রী।
রানিল বিক্রমাসিংহে জানিয়েছেন, সাধারণ মানুষকে আপাতত পেট্রোল-ডিজেলের জন্য লম্বা লাইনে দাঁড়াতে হবে না। তবে তিনি জানিয়েছেন, জ্বালানির জন্য মানুষের লম্বা লাইন পুরোপুরি যাবে না।
তাছাড়া শ্রীলংকায় বিক্ষোভকারীদের দেখামাত্র গুলি করার নির্দেশের বিষয়েও কথা বলেছেন বিক্রমাসিংহে। তিনি বলেছেন, আইন প্রয়োগকারী বাহিনীর কাছে অফিসিয়ালি এ নির্দেশনা পৌঁছে দেওয়া হয়নি এবং তাদের সর্বোচ্চ ধৈর্য্য ধরে পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালন করতে বলা হয়েছে।
এদিকে স্বাধীনতা লাভের পর শ্রীলংকা অর্থনৈতিকভাবে সবচেয়ে খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। নিত্য প্রয়োজনীয় পণ্য ও জ্বালানি পেতেও তাদের হিমশিম খেতে হচ্ছে।
আর এসব কারণে সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের বিরুদ্ধে আন্দোলনে নামেন সাধারণ জনগণ। এর জেরে প্রধানমন্ত্রীর পদ ছাড়তে বাধ্য হন তিনি।
সূত্র: এনডিটিভি