বাইডেনের পাশে দাঁড়িয়ে তুরস্ককে যে বার্তা দিলেন ফিনল্যান্ডের প্রেসিডেন্ট
যুগান্তর ডেস্ক
১৯ মে ২০২২, ২২:৫২:৩৭ | অনলাইন সংস্করণ
যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন ফিনল্যান্ডের প্রেসিডেন্ট সাউলি নিনিসতো এবং সুইডেনের প্রধানমন্ত্রী ম্যাগডালেনা অ্যান্ডারসন। এ সময় বাইডেনের পাশে দাঁড়িয়ে তুরস্কের ‘উদ্বেগ’ নিয়ে কথা বলেছেন ফিনল্যান্ডের প্রেসিডেন্ট সাউলি নিনিসতো। বিবিসি বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর সদস্যপদের জন্য বুধবারই আনুষ্ঠানিকভাবে আবেদন করেছে রাশিয়ার দুই প্রতিবেশী দেশ সুইডেন-ফিনল্যান্ড। নিরাপত্তা নিয়ে ‘উদ্বেগ’ প্রকাশ করে বরাবরই দেশ দুটির ন্যাটো সদস্য পদের বিরোধিতা জানিয়ে আসছে তুরস্ক। ফিনল্যান্ড ও সুইডেনের বিরুদ্ধে নিষিদ্ধ কুর্দি গোষ্ঠীকে সহযোগিতার অভিযোগ তুলেছে আঙ্কারা।
তবে তুরস্কের আপত্তির বিষয়টি সরাসরি উল্লেখ করে সাউলি নিনিসতো বলেছেন, ন্যাটোতে যোগ দিলে ফিনল্যান্ড তুরস্কের নিরাপত্তার নিয়ে উদ্বেগের বিষয়টি পুরোপুরি সমাধান করবে।
তিনি বলেন, আমরা সন্ত্রাসবাদকে গুরুত্ব সহকারে নিই, আমরা সর্বাত্মকভাবে সন্ত্রাসবাদের নিন্দা জানাই। আমরা সক্রিয়ভাবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছি।
নিনিসতো আরও বলেন, তুরস্কের সঙ্গে ইতোমধ্যেই ‘উন্মুক্ত এবং গঠনমূলক’ আলোচনা চলছে এবং আগামী দিনেও এই আলোচনা চলবে।
তিনি বলেন, তার দেশ একটি ‘দ্রুত, কিন্তু অত্যন্ত পুঙ্খানুপুঙ্খ প্রক্রিয়া’ অনুসরণ করে ন্যাটো সদস্যপদ পাওয়ার জন্য আবেদন করার সিদ্ধান্ত নিয়েছে।
এ সময় ফিনল্যান্ডের প্রতি সমর্থন জানানোর জন্য বাইডেনকে ধন্যবাদ জানান তিনি।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বাইডেনের পাশে দাঁড়িয়ে তুরস্ককে যে বার্তা দিলেন ফিনল্যান্ডের প্রেসিডেন্ট
যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন ফিনল্যান্ডের প্রেসিডেন্ট সাউলি নিনিসতো এবং সুইডেনের প্রধানমন্ত্রী ম্যাগডালেনা অ্যান্ডারসন। এ সময় বাইডেনের পাশে দাঁড়িয়ে তুরস্কের ‘উদ্বেগ’ নিয়ে কথা বলেছেন ফিনল্যান্ডের প্রেসিডেন্ট সাউলি নিনিসতো। বিবিসি বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর সদস্যপদের জন্য বুধবারই আনুষ্ঠানিকভাবে আবেদন করেছে রাশিয়ার দুই প্রতিবেশী দেশ সুইডেন-ফিনল্যান্ড। নিরাপত্তা নিয়ে ‘উদ্বেগ’ প্রকাশ করে বরাবরই দেশ দুটির ন্যাটো সদস্য পদের বিরোধিতা জানিয়ে আসছে তুরস্ক। ফিনল্যান্ড ও সুইডেনের বিরুদ্ধে নিষিদ্ধ কুর্দি গোষ্ঠীকে সহযোগিতার অভিযোগ তুলেছে আঙ্কারা।
তবে তুরস্কের আপত্তির বিষয়টি সরাসরি উল্লেখ করে সাউলি নিনিসতো বলেছেন, ন্যাটোতে যোগ দিলে ফিনল্যান্ড তুরস্কের নিরাপত্তার নিয়ে উদ্বেগের বিষয়টি পুরোপুরি সমাধান করবে।
তিনি বলেন, আমরা সন্ত্রাসবাদকে গুরুত্ব সহকারে নিই, আমরা সর্বাত্মকভাবে সন্ত্রাসবাদের নিন্দা জানাই। আমরা সক্রিয়ভাবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছি।
নিনিসতো আরও বলেন, তুরস্কের সঙ্গে ইতোমধ্যেই ‘উন্মুক্ত এবং গঠনমূলক’ আলোচনা চলছে এবং আগামী দিনেও এই আলোচনা চলবে।
তিনি বলেন, তার দেশ একটি ‘দ্রুত, কিন্তু অত্যন্ত পুঙ্খানুপুঙ্খ প্রক্রিয়া’ অনুসরণ করে ন্যাটো সদস্যপদ পাওয়ার জন্য আবেদন করার সিদ্ধান্ত নিয়েছে।
এ সময় ফিনল্যান্ডের প্রতি সমর্থন জানানোর জন্য বাইডেনকে ধন্যবাদ জানান তিনি।