‘পুতিন যুদ্ধ শেষ করতে রাজি হবেন, যদি…’
রাশিয়ার জনমতের নাটকীয় পরিবর্তন হলেও ভ্লাদিমির পুতিন ইউক্রেনের যুদ্ধ শেষ করতে রাজি হবেন কী না তা নিয়ে মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা সন্দেহ প্রকাশ করছেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা আরও সন্দেহপ্রকাশ করেছেন, যুদ্ধের কারণে রুশ প্রেসিডেন্টকে স্বল্প মেয়াদে হলেও ক্ষমতা থেকে অপসারণ করা হতে পারে। সিএনএন একাধিক সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।
গোয়েন্দা কর্মকর্তারা বিশ্বাস করেন, পুতিন জনমতের ছোট পরিবর্তনের ব্যাপারেও গভীরভাবে সংবেদনশীল। তবে প্রতিবাদের বিরুদ্ধে দমনপীড়ন এবং গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা তাকে যেকোনো উল্লেখযোগ্য জনপ্রিয় উত্থান থেকে বিরত রেখেছে। তাই জনমতের কারণে পুতিন যুদ্ধ শেষ করতে রাজি হতে পারেন বলেও ইঙ্গিত পাওয়া গেছে।
পুতিন রাশিয়ায় তার নিয়ন্ত্রণকে সুদৃঢ় করেছে– যুক্তরাষ্ট্রের এমন বিশ্বাসই প্রতিফলিত হয়েছে এই মূল্যায়নে।
ওই সূত্রগুলো সিএনএনকে জানায়, কোথায় আক্রমণ চালান হবে এবং এসব আক্রমণ থেকে কী লক্ষ্য অর্জিত হবে সে ব্যাপারে পুতিন সরাসরি সিদ্ধান্ত গ্রহণ করেন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
‘পুতিন যুদ্ধ শেষ করতে রাজি হবেন, যদি…’
রাশিয়ার জনমতের নাটকীয় পরিবর্তন হলেও ভ্লাদিমির পুতিন ইউক্রেনের যুদ্ধ শেষ করতে রাজি হবেন কী না তা নিয়ে মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা সন্দেহ প্রকাশ করছেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা আরও সন্দেহপ্রকাশ করেছেন, যুদ্ধের কারণে রুশ প্রেসিডেন্টকে স্বল্প মেয়াদে হলেও ক্ষমতা থেকে অপসারণ করা হতে পারে। সিএনএন একাধিক সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।
গোয়েন্দা কর্মকর্তারা বিশ্বাস করেন, পুতিন জনমতের ছোট পরিবর্তনের ব্যাপারেও গভীরভাবে সংবেদনশীল। তবে প্রতিবাদের বিরুদ্ধে দমনপীড়ন এবং গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা তাকে যেকোনো উল্লেখযোগ্য জনপ্রিয় উত্থান থেকে বিরত রেখেছে। তাই জনমতের কারণে পুতিন যুদ্ধ শেষ করতে রাজি হতে পারেন বলেও ইঙ্গিত পাওয়া গেছে।
পুতিন রাশিয়ায় তার নিয়ন্ত্রণকে সুদৃঢ় করেছে– যুক্তরাষ্ট্রের এমন বিশ্বাসই প্রতিফলিত হয়েছে এই মূল্যায়নে।
ওই সূত্রগুলো সিএনএনকে জানায়, কোথায় আক্রমণ চালান হবে এবং এসব আক্রমণ থেকে কী লক্ষ্য অর্জিত হবে সে ব্যাপারে পুতিন সরাসরি সিদ্ধান্ত গ্রহণ করেন।