নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের আঞ্চলিক কার্যালয় হবে ভারতে
যুগান্তর ডেস্ক
২০ মে ২০২২, ২২:২৯:৩২ | অনলাইন সংস্করণ
উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট- ব্রিকসের প্রতিষ্ঠা করা নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের (এনডিবি)আঞ্চলিক কার্যালয় ভারতের গুজরাটে স্থাপন করা হবে। ভারত এবং বাংলাদেশের অবকাঠামো নির্মাণ প্রকল্প পর্যবেক্ষণের জন্য ওই আঞ্চলিক কার্যালয় স্থাপন করা হবে বলে এনডিবি শুক্রবার জানিয়েছে। খবর রয়টার্সের।
এনডিবির প্রেসিডেন্ট মারকোস ট্রয়ো এক বিবৃতিতে বলেন, ভারতীয় আঞ্চলিক কার্যালয় ঋণ গ্রহীতা এবং অংশীদারদের সঙ্গে সম্পর্ক বাড়াতে সহায়ক ভূমিকা রাখবে।
প্রসঙ্গত, এনডিবি এ পর্যন্ত ভারতে ৭১০ কোটি ডলারের ২১টি প্রকল্প অনুমোদন দিয়েছে ।
২০১৫ সালের ২১ জুলাই ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার (ব্রিকস) অর্থনৈতিক জোট ব্রিকসের উদ্যোগে যাত্রা শুরু করে এনডিবি।
গত বছর বাংলাদেশ, সংযুক্ত আরব আমিরাত, মিশর এবং উরুগুয়ে এর সদস্য হয়।
প্রতিষ্ঠার সময় থেকে এ পর্যন্ত এনডিবি সদস্য রাষ্ট্রগুলোর ভৌত ও সামাজিক অবকাঠামো এবং নগর উন্নয়ন সংক্রান্ত ৮০টি বিভিন্ন প্রকল্পে প্রায় ৩০ বিলিয়ন ডলার ঋণ সহায়তা দিয়েছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের আঞ্চলিক কার্যালয় হবে ভারতে
উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট- ব্রিকসের প্রতিষ্ঠা করা নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের (এনডিবি)আঞ্চলিক কার্যালয় ভারতের গুজরাটে স্থাপন করা হবে। ভারত এবং বাংলাদেশের অবকাঠামো নির্মাণ প্রকল্প পর্যবেক্ষণের জন্য ওই আঞ্চলিক কার্যালয় স্থাপন করা হবে বলে এনডিবি শুক্রবার জানিয়েছে। খবর রয়টার্সের।
এনডিবির প্রেসিডেন্ট মারকোস ট্রয়ো এক বিবৃতিতে বলেন, ভারতীয় আঞ্চলিক কার্যালয় ঋণ গ্রহীতা এবং অংশীদারদের সঙ্গে সম্পর্ক বাড়াতে সহায়ক ভূমিকা রাখবে।
প্রসঙ্গত, এনডিবি এ পর্যন্ত ভারতে ৭১০ কোটি ডলারের ২১টি প্রকল্প অনুমোদন দিয়েছে ।
২০১৫ সালের ২১ জুলাই ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার (ব্রিকস) অর্থনৈতিক জোট ব্রিকসের উদ্যোগে যাত্রা শুরু করে এনডিবি।
গত বছর বাংলাদেশ, সংযুক্ত আরব আমিরাত, মিশর এবং উরুগুয়ে এর সদস্য হয়।
প্রতিষ্ঠার সময় থেকে এ পর্যন্ত এনডিবি সদস্য রাষ্ট্রগুলোর ভৌত ও সামাজিক অবকাঠামো এবং নগর উন্নয়ন সংক্রান্ত ৮০টি বিভিন্ন প্রকল্পে প্রায় ৩০ বিলিয়ন ডলার ঋণ সহায়তা দিয়েছে।