‘সাফল্য না পাওয়ায় চাকরি হারিয়েছেন সিনিয়র রুশ কমান্ডাররা’
অনলাইন ডেস্ক
২০ মে ২০২২, ২২:৫৮:১০ | অনলাইন সংস্করণ
যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার জানিয়েছে, যে সকল কমান্ডাররা যুদ্ধক্ষেত্রে প্রত্যাশা অনুযায়ী সাফল্য এনে দিতে পারেননি তাদের বরখাস্ত করেছে রাশিয়া।
ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের দেওয়া তথ্যে বলেছে, লেফটেনেন্ট জেনারেল সেরহি কিসেল, যিনি এলিট ফাস্ট গার্ডকে নেতৃত্ব দিয়েছেন তাকে বরখাস্ত করা হয়েছে। কারণ তিনি খারকিভ দখল করতে ব্যর্থ হয়েছেন।
রাশিয়ার সেনাপ্রধান জেনারেল ভেলারি গেরাসিমোভের ওপর প্রেসিডেন্ট পুতিনের আগের মতো বিশ্বাস আছে কিনা সেটি নিয়ে প্রশ্ন তুলেছে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।
তবে তারা জানিয়েছে, সেনাপ্রধান হয়ত এখনো তার স্বপদে বহাল আছেন।
ব্রিটিশ গোয়েন্দারা জানিয়েছেন, রাশিয়ার সেনাবাহিনী ও প্রক্রিয়ায় অন্যের ওপর দোষ চাপানো এবং বলির পাঠা বানানোর বিষয়টি খুব সম্ভবত প্রচলিত।
এদিকে রাশিয়ার যুদ্ধ জাহাজ মস্কভা ডুবে যাওয়ার কারণেই জাহাজটির কমান্ডার ভাইস অ্যাডমিরাল ইগোর ওসপিভোভকে বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্য।
সূত্র: সিএনএন
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
‘সাফল্য না পাওয়ায় চাকরি হারিয়েছেন সিনিয়র রুশ কমান্ডাররা’
যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার জানিয়েছে, যে সকল কমান্ডাররা যুদ্ধক্ষেত্রে প্রত্যাশা অনুযায়ী সাফল্য এনে দিতে পারেননি তাদের বরখাস্ত করেছে রাশিয়া।
ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের দেওয়া তথ্যে বলেছে, লেফটেনেন্ট জেনারেল সেরহি কিসেল, যিনি এলিট ফাস্ট গার্ডকে নেতৃত্ব দিয়েছেন তাকে বরখাস্ত করা হয়েছে। কারণ তিনি খারকিভ দখল করতে ব্যর্থ হয়েছেন।
রাশিয়ার সেনাপ্রধান জেনারেল ভেলারি গেরাসিমোভের ওপর প্রেসিডেন্ট পুতিনের আগের মতো বিশ্বাস আছে কিনা সেটি নিয়ে প্রশ্ন তুলেছে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।
তবে তারা জানিয়েছে, সেনাপ্রধান হয়ত এখনো তার স্বপদে বহাল আছেন।
ব্রিটিশ গোয়েন্দারা জানিয়েছেন, রাশিয়ার সেনাবাহিনী ও প্রক্রিয়ায় অন্যের ওপর দোষ চাপানো এবং বলির পাঠা বানানোর বিষয়টি খুব সম্ভবত প্রচলিত।
এদিকে রাশিয়ার যুদ্ধ জাহাজ মস্কভা ডুবে যাওয়ার কারণেই জাহাজটির কমান্ডার ভাইস অ্যাডমিরাল ইগোর ওসপিভোভকে বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্য।
সূত্র: সিএনএন