‘আগামী কয়েক বছরে নিজের পায়ে দাঁড়াতে পারবে না রাশিয়া’
jugantor
‘আগামী কয়েক বছরে নিজের পায়ে দাঁড়াতে পারবে না রাশিয়া’

  যুগান্তর ডেস্ক  

২১ মে ২০২২, ২১:২৭:৫৬  |  অনলাইন সংস্করণ

রাশিয়া

ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেছেন, তার দেশ বিশ্বের অন্যতম শক্তিশালী সেনাবাহিনীর ‘মেরুদন্ড ভেঙে দিয়েছে’। রাশিয়ানরা ‘আগামী কয়েক বছরে নিজের পায়ে দাঁড়াতে পারবে না’ বলেও জানিয়েছেন তিনি। বিবিসি শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

তবে যুদ্ধক্ষেত্রে ইউক্রেন কী অর্জন করতে পারে সে সম্পর্কে বেশি প্রত্যাশার বিরুদ্ধে সতর্ক করেছেন তিনি। স্থানীয় সময় শুক্রবার রাতে নিজের ক্ষমতা গ্রহণের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষ্যে ইউক্রেনের একটি টেলিভিশন চ্যানেলকে তিনি এ কথা বলেন। আগে থেকেই রেকর্ড করা ৭৫ মিনিটের ওই বক্তব্য দেওয়ার সময় তার স্ত্রী ওলেনা জেলেনস্কা তার সঙ্গে ছিলেন।

জেলেনস্কি বলেন, রুশ আগ্রাসন শুরুর আগে ২৩ ফেব্রুয়ারির মতো স্বাভাবিক অবস্থায় ফিরে যাওয়াই হবে ‘বিজয়’।

তিনি বলেন, যুদ্ধে মানুষ রক্তাক্ত হবে, কিন্তু কূটনীতির মাধ্যমে নিশ্চিতভাবে এর সমাধান হবে।

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, রাশিয়া ব্যাপকভাবে ইউক্রেনের অবকাঠামো ধ্বংসের চেষ্টা করছে। কিন্তু মিত্র দেশগুলোর সঙ্গে চুক্তি করার ফলে যারা ধ্বংসাত্মক কর্মকাণ্ড করবে তাদেরকে এর জন্য মূল্য পরিশোধ করতে হবে।

জেলেনস্কি বলেন, মিত্র দেশগুলোকে নিয়ে আমরা বহুপাক্ষিক একটি চুক্তি এবং একটি কর্মপন্থা সৃষ্টি করব। এর ফলে রাশিয়ার ধ্বংসযজ্ঞের শিকার দেশগুলো ক্ষতিপূরণ পাবে।

তিনি বলেন, এটা করা ন্যায্য হবে। এটা করলে রাশিয়া প্রত্যেকটি ক্ষেপণাস্ত্র, প্রতিটি বোমা এবং গোলার মূল্য বুঝতে পারবে।

‘আগামী কয়েক বছরে নিজের পায়ে দাঁড়াতে পারবে না রাশিয়া’

 যুগান্তর ডেস্ক 
২১ মে ২০২২, ০৯:২৭ পিএম  |  অনলাইন সংস্করণ
রাশিয়া
প্রতীকী ছবি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেছেন, তার দেশ বিশ্বের অন্যতম শক্তিশালী সেনাবাহিনীর ‘মেরুদন্ড ভেঙে দিয়েছে’।  রাশিয়ানরা ‘আগামী কয়েক বছরে নিজের পায়ে দাঁড়াতে পারবে না’ বলেও জানিয়েছেন তিনি। বিবিসি শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

তবে যুদ্ধক্ষেত্রে ইউক্রেন কী অর্জন করতে পারে সে সম্পর্কে বেশি প্রত্যাশার বিরুদ্ধে সতর্ক করেছেন তিনি।  স্থানীয় সময় শুক্রবার রাতে নিজের ক্ষমতা গ্রহণের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষ্যে ইউক্রেনের একটি টেলিভিশন চ্যানেলকে তিনি এ কথা বলেন। আগে থেকেই রেকর্ড করা ৭৫ মিনিটের ওই বক্তব্য দেওয়ার সময় তার স্ত্রী ওলেনা জেলেনস্কা তার সঙ্গে ছিলেন। 

জেলেনস্কি বলেন, রুশ আগ্রাসন শুরুর আগে ২৩ ফেব্রুয়ারির মতো স্বাভাবিক অবস্থায় ফিরে যাওয়াই হবে ‘বিজয়’। 

তিনি বলেন, যুদ্ধে মানুষ রক্তাক্ত হবে, কিন্তু কূটনীতির মাধ্যমে নিশ্চিতভাবে এর সমাধান হবে।

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, রাশিয়া ব্যাপকভাবে ইউক্রেনের অবকাঠামো ধ্বংসের চেষ্টা করছে। কিন্তু মিত্র দেশগুলোর সঙ্গে চুক্তি করার ফলে যারা ধ্বংসাত্মক কর্মকাণ্ড করবে তাদেরকে এর জন্য মূল্য পরিশোধ করতে হবে।

জেলেনস্কি বলেন, মিত্র দেশগুলোকে নিয়ে আমরা বহুপাক্ষিক একটি চুক্তি এবং একটি কর্মপন্থা সৃষ্টি করব। এর ফলে রাশিয়ার ধ্বংসযজ্ঞের শিকার দেশগুলো ক্ষতিপূরণ পাবে।

তিনি বলেন, এটা করা ন্যায্য হবে। এটা করলে রাশিয়া প্রত্যেকটি ক্ষেপণাস্ত্র, প্রতিটি বোমা এবং গোলার মূল্য বুঝতে পারবে।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

ঘটনাপ্রবাহ : রাশিয়া-ইউক্রেন উত্তেজনা