এরদোগানের সঙ্গে ‘সোজাসাপ্টা’ কথা বললেন ফিনল্যান্ডের প্রেসিডেন্ট
যুগান্তর ডেস্ক
২১ মে ২০২২, ২২:৩৩:৩৫ | অনলাইন সংস্করণ
ফিনল্যান্ডের প্রেসিডেন্ট সাউলি নিনিসতো বলেছেন, ন্যাটোতে যোগদান নিয়ে তিনি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে ‘কোনো রাখঢাক না রেখেই সোজাসাপ্টা’ কথা বলেছেন। বিবিসি শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এরদোগানের সঙ্গে ফোনালাপ শেষে শনিবার এক টুইট বার্তায় নিনিসতো বলেন, আমি বলেছি ন্যাটো মিত্র হিসাবে ফিনল্যান্ড এবং তুরস্ক একে অপরের সুরক্ষার প্রতিশ্রুতিবদ্ধ হবে এবং এইভাবে আমাদের সম্পর্ক আরও শক্তিশালী হবে।
ওই টুইট বার্তায় তিনি আরও লিখেছেন, ফিনল্যান্ড সন্ত্রাসবাদের সব ধরনের এবং প্রকাশের নিন্দা জানায়।
যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর সদস্যপদের জন্য ইতোমধ্যেই আনুষ্ঠানিকভাবে আবেদন করেছে রাশিয়ার দুই প্রতিবেশী দেশ সুইডেন-ফিনল্যান্ড।
তবে স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোর বিরুদ্ধে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে) এবং চরম বামপন্থী রেভুলেশনারি পিপলস লিবারেশন পার্টি-ফ্রন্ট (ডিএইচকেপি-সি) সদস্যদের আশ্রয় দেওয়ার অভিযোগে সুইডেন ও ফিনল্যান্ডের ন্যাটোতে যোগদানের ব্যাপারে বিরোধিতা করে আসছে তু্রস্ক।
তুরস্কের আপত্তি শর্তেও আঙ্কারার অবস্থান ন্যাটো যোগদান প্রক্রিয়ার জন্য বাধা হয়ে দাঁড়াবে না বলে পশ্চিমা নেতারা আস্থা প্রকাশ করেছেন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এরদোগানের সঙ্গে ‘সোজাসাপ্টা’ কথা বললেন ফিনল্যান্ডের প্রেসিডেন্ট
ফিনল্যান্ডের প্রেসিডেন্ট সাউলি নিনিসতো বলেছেন, ন্যাটোতে যোগদান নিয়ে তিনি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে ‘কোনো রাখঢাক না রেখেই সোজাসাপ্টা’ কথা বলেছেন। বিবিসি শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এরদোগানের সঙ্গে ফোনালাপ শেষে শনিবার এক টুইট বার্তায় নিনিসতো বলেন, আমি বলেছি ন্যাটো মিত্র হিসাবে ফিনল্যান্ড এবং তুরস্ক একে অপরের সুরক্ষার প্রতিশ্রুতিবদ্ধ হবে এবং এইভাবে আমাদের সম্পর্ক আরও শক্তিশালী হবে।
ওই টুইট বার্তায় তিনি আরও লিখেছেন, ফিনল্যান্ড সন্ত্রাসবাদের সব ধরনের এবং প্রকাশের নিন্দা জানায়।
যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর সদস্যপদের জন্য ইতোমধ্যেই আনুষ্ঠানিকভাবে আবেদন করেছে রাশিয়ার দুই প্রতিবেশী দেশ সুইডেন-ফিনল্যান্ড।
তবে স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোর বিরুদ্ধে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে) এবং চরম বামপন্থী রেভুলেশনারি পিপলস লিবারেশন পার্টি-ফ্রন্ট (ডিএইচকেপি-সি) সদস্যদের আশ্রয় দেওয়ার অভিযোগে সুইডেন ও ফিনল্যান্ডের ন্যাটোতে যোগদানের ব্যাপারে বিরোধিতা করে আসছে তু্রস্ক।
তুরস্কের আপত্তি শর্তেও আঙ্কারার অবস্থান ন্যাটো যোগদান প্রক্রিয়ার জন্য বাধা হয়ে দাঁড়াবে না বলে পশ্চিমা নেতারা আস্থা প্রকাশ করেছেন।