‘ইউক্রেনকেই নিজের ভাগ্য নির্ধারণ করতে হবে’
ইউক্রেনকেই নিজের ভাগ্য নির্ধারণ করতে হবে বলে জানিয়েছেন পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
আন্দ্রেজ দুদা রোববার কিয়েভে দেশটির পার্লামেন্টে সংসদ সদস্য উদ্দেশ্যে বলেন, উদ্বেগজনক অনেক কথাবার্তা শোনা যাচ্ছে। বলা হচ্ছে ইউক্রেনের উচিত পুতিনের দাবি মেনে নেওয়া। তবে শুধুমাত্র ইউক্রেনেরই তার ভবিষ্যৎ সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে।
রাশিয়ার আগ্রাসনের পর দুদাই প্রথম বিদেশি নেতা যিনি ইউক্রেনের সংসদে ব্যক্তিগতভাবে ভাষণ দিয়েছেন।
রাশিয়া ইউক্রেনে বিএমপি-টি টার্মিনেটর ট্যাংক মোতায়েন করেছে বলে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।
ওই ট্যাংক মোতায়েন পূর্বাঞ্চলীয় শহর সেভেরোদোনেৎস্ক ঘিরে লড়াইয়ের তীব্রতার আরেকটি প্রতিফলন বলে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে রোববার বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, টার্মিনেটর ট্যাংকের ব্যবহারের ফলে মনে করা হচ্ছে রাশিয়ার সেন্ট্রাল গ্রুপিং অব ফোর্সও ওই অঞ্চলে উপস্থিত। রাশিয়ার ওই বাহিনী যুদ্ধের শুরুর দিকে কিয়েভের আশেপাশের অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখোমুখি হয়েছিল বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
‘ইউক্রেনকেই নিজের ভাগ্য নির্ধারণ করতে হবে’
ইউক্রেনকেই নিজের ভাগ্য নির্ধারণ করতে হবে বলে জানিয়েছেন পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
আন্দ্রেজ দুদা রোববার কিয়েভে দেশটির পার্লামেন্টে সংসদ সদস্য উদ্দেশ্যে বলেন, উদ্বেগজনক অনেক কথাবার্তা শোনা যাচ্ছে। বলা হচ্ছে ইউক্রেনের উচিত পুতিনের দাবি মেনে নেওয়া। তবে শুধুমাত্র ইউক্রেনেরই তার ভবিষ্যৎ সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে।
রাশিয়ার আগ্রাসনের পর দুদাই প্রথম বিদেশি নেতা যিনি ইউক্রেনের সংসদে ব্যক্তিগতভাবে ভাষণ দিয়েছেন।
রাশিয়া ইউক্রেনে বিএমপি-টি টার্মিনেটর ট্যাংক মোতায়েন করেছে বলে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।
ওই ট্যাংক মোতায়েন পূর্বাঞ্চলীয় শহর সেভেরোদোনেৎস্ক ঘিরে লড়াইয়ের তীব্রতার আরেকটি প্রতিফলন বলে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে রোববার বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, টার্মিনেটর ট্যাংকের ব্যবহারের ফলে মনে করা হচ্ছে রাশিয়ার সেন্ট্রাল গ্রুপিং অব ফোর্সও ওই অঞ্চলে উপস্থিত। রাশিয়ার ওই বাহিনী যুদ্ধের শুরুর দিকে কিয়েভের আশেপাশের অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখোমুখি হয়েছিল বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।