যে বিষয়ে কোনো ছাড় না দেওয়ার ইঙ্গিত দিল ইউক্রেন
ইউক্রেন জানিয়েছে, তারা রাশিয়ার সঙ্গে কোনো প্রকার যুদ্ধবিরতি করবে না, যেখানে রাশিয়ার হাতে ইউক্রেনের কিছু অঞ্চল ছেড়ে দেওয়ার শর্ত থাকবে।
এর মাধ্যমে শক্ত অবস্থানে যাওয়ার ইঙ্গিত দিল ইউক্রেন।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কির উপদেষ্টা মাইখাইলো পোদোলায়েক বলেছেন, অঞ্চল ছেড়ে দেওয়ার কোনো চুক্তিতে ইউক্রেন রাজি হবে না। কারণ আরও অঞ্চল নেওয়ার জন্য রাশিয়া আবার ফিরে আসবে ।
এ ব্যাপারে মাইখাইলো পোদোলায়েক বলেন, রাশিয়া নতুন করে তাদের অস্ত্র তৈরি করবে, জনবল (সেনা) তৈরি করবে এবং নিজেদের ভুলগুলো নিয়ে কাজ করবে। এরপর তারা নতুন আক্রমণ শুরু করবে। সেটি হবে আরও রক্তক্ষয়ী এবং বড় মাপের।
অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্সিয়াল চিফ অব স্টাফ আন্দ্রি ইয়ারমাক বলেছেন, যুদ্ধ অবশ্যই শেষ হতে হবে ইউক্রেনের অখন্ডতা ও সার্বভৌমতা পুনঃপ্রতিষ্ঠার মাধ্যমে।
এদিকে তারা এমন সময় এমন মন্তব্য করলেন যখন দোনবাসের গুরুত্বপূর্ণ সেভারদোনেৎস্ক দখল করার জন্য শহরটি ঘিরে ফেলেছে রুশ বাহিনী।
সূত্র: বিবিসি
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
যে বিষয়ে কোনো ছাড় না দেওয়ার ইঙ্গিত দিল ইউক্রেন
ইউক্রেন জানিয়েছে, তারা রাশিয়ার সঙ্গে কোনো প্রকার যুদ্ধবিরতি করবে না, যেখানে রাশিয়ার হাতে ইউক্রেনের কিছু অঞ্চল ছেড়ে দেওয়ার শর্ত থাকবে।
এর মাধ্যমে শক্ত অবস্থানে যাওয়ার ইঙ্গিত দিল ইউক্রেন।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কির উপদেষ্টা মাইখাইলো পোদোলায়েক বলেছেন, অঞ্চল ছেড়ে দেওয়ার কোনো চুক্তিতে ইউক্রেন রাজি হবে না। কারণ আরও অঞ্চল নেওয়ার জন্য রাশিয়া আবার ফিরে আসবে ।
এ ব্যাপারে মাইখাইলো পোদোলায়েক বলেন, রাশিয়া নতুন করে তাদের অস্ত্র তৈরি করবে, জনবল (সেনা) তৈরি করবে এবং নিজেদের ভুলগুলো নিয়ে কাজ করবে। এরপর তারা নতুন আক্রমণ শুরু করবে। সেটি হবে আরও রক্তক্ষয়ী এবং বড় মাপের।
অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্সিয়াল চিফ অব স্টাফ আন্দ্রি ইয়ারমাক বলেছেন, যুদ্ধ অবশ্যই শেষ হতে হবে ইউক্রেনের অখন্ডতা ও সার্বভৌমতা পুনঃপ্রতিষ্ঠার মাধ্যমে।
এদিকে তারা এমন সময় এমন মন্তব্য করলেন যখন দোনবাসের গুরুত্বপূর্ণ সেভারদোনেৎস্ক দখল করার জন্য শহরটি ঘিরে ফেলেছে রুশ বাহিনী।
সূত্র: বিবিসি