‘পশ্চিমারা রাশিয়ার বিরুদ্ধে পুরোপুরি যুদ্ধ ঘোষণা করেছে’
যুগান্তর ডেস্ক
২৭ মে ২০২২, ১৯:৫১:১৯ | অনলাইন সংস্করণ
পশ্চিমা দেশগুলো রাশিয়া এবং এর জনগণ ও সংস্কৃতির বিরুদ্ধে ‘পুরোপুরি যুদ্ধ’ চালিয়ে যাচ্ছে বলে শুক্রবার অভিযোগ করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। মস্কো ইউক্রেনে সামরিক অভিযান চালিয়ে যাওয়ার কারণেই পশ্চিমা দেশগুলো এই ঘোষণা দিয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি। বার্তা সংস্থা এএফপি শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
মন্ত্রণালয়ের এক বৈঠকে লাভরভ বলেন, পশ্চিমারা আমাদের বিরুদ্ধে, পুরো রাশিয়ান বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। রাশিয়াকে বাতিল করার সংস্কৃতি এবং আমাদের দেশের সঙ্গে সংশ্লিষ্ট সবকিছু ইতিমধ্যেই অযৌক্তিকতার পর্যায়ে পৌঁছেছে।
এ সময় তিনি রাশিয়ান লেখক, সুরকার এবং অন্যান্য সাংস্কৃতিক ব্যক্তিত্বকে নিষিদ্ধ করার জন্য পশ্চিমাদের অভিযুক্ত করেন।
তিনি আরও বলেন, এই পরিস্থিতি আমাদের সঙ্গে দীর্ঘ সময় থাকবে এটা বলাই নিরাপদ হবে।
এদিকে, রাশিয়ার সঙ্গে খেলা বন্ধ করে ইউক্রেনে চলমান যুদ্ধের অবসান ঘটাতে পশ্চিমা দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বৃহস্পতিবার মধ্যরাতের ভাষণে জেলেনস্কি পশ্চিমাদের প্রতি এ আহ্বান জানান।
তিনি বলেন, রাশিয়ার সঙ্গে খেলা বন্ধ করুন এবং ইউক্রেনে মস্কোর ‘অর্থহীন যুদ্ধের’ অবসান ঘটাতে তাদের ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করুন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
‘পশ্চিমারা রাশিয়ার বিরুদ্ধে পুরোপুরি যুদ্ধ ঘোষণা করেছে’
পশ্চিমা দেশগুলো রাশিয়া এবং এর জনগণ ও সংস্কৃতির বিরুদ্ধে ‘পুরোপুরি যুদ্ধ’ চালিয়ে যাচ্ছে বলে শুক্রবার অভিযোগ করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। মস্কো ইউক্রেনে সামরিক অভিযান চালিয়ে যাওয়ার কারণেই পশ্চিমা দেশগুলো এই ঘোষণা দিয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি। বার্তা সংস্থা এএফপি শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
মন্ত্রণালয়ের এক বৈঠকে লাভরভ বলেন, পশ্চিমারা আমাদের বিরুদ্ধে, পুরো রাশিয়ান বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। রাশিয়াকে বাতিল করার সংস্কৃতি এবং আমাদের দেশের সঙ্গে সংশ্লিষ্ট সবকিছু ইতিমধ্যেই অযৌক্তিকতার পর্যায়ে পৌঁছেছে।
এ সময় তিনি রাশিয়ান লেখক, সুরকার এবং অন্যান্য সাংস্কৃতিক ব্যক্তিত্বকে নিষিদ্ধ করার জন্য পশ্চিমাদের অভিযুক্ত করেন।
তিনি আরও বলেন, এই পরিস্থিতি আমাদের সঙ্গে দীর্ঘ সময় থাকবে এটা বলাই নিরাপদ হবে।
এদিকে, রাশিয়ার সঙ্গে খেলা বন্ধ করে ইউক্রেনে চলমান যুদ্ধের অবসান ঘটাতে পশ্চিমা দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বৃহস্পতিবার মধ্যরাতের ভাষণে জেলেনস্কি পশ্চিমাদের প্রতি এ আহ্বান জানান।
তিনি বলেন, রাশিয়ার সঙ্গে খেলা বন্ধ করুন এবং ইউক্রেনে মস্কোর ‘অর্থহীন যুদ্ধের’ অবসান ঘটাতে তাদের ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করুন।