ভারতে ৭ মাস টাকা পাঠাননি স্বামী, তিন সন্তানকে বিষ পান গৃহবধূর!
অনলাইন ডেস্ক
২৮ মে ২০২২, ১৩:৩২:৪৭ | অনলাইন সংস্করণ
প্রবাসী স্বামী প্রায় সাত মাস বাড়িতে কোনো টাকা পাঠাননি। অর্থাভাবে সংসার চালানো অসম্ভব হয়ে পড়েছিল।
অভাবের তাড়নায় ৩ সন্তানকে বিষ খাইয়ে, নিজেও বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন ভারতের বীরভূমের এক গৃহবধূ। খবর আনন্দবাজার পত্রিকার।
বিষ পানে মৃত্যু হয়েছে দুই মেয়ের। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন মা ও ছেলে।
পুলিশ জানিয়েছে, পশ্চিবঙ্গের বীরভূম জেলার কালীনগরে একই পরিবারের ৪ সদস্য বিষ পানে আত্মহত্যার চেষ্টা করেন। এদেরর মধ্যে দু’জনের মৃত্যু হয়েছে।
মৃত দুই শিশু হচ্ছে- হাসি খাতুন (১৩) ও খুশি খাতুন (১০)। পাশাপাশি, মা সেরিনা বিবি এবং ছেলে ইরফান শেখ আশঙ্কাজনক অবস্থায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জানা গেছে, সেরিনা বিবির শ্বশুরবাড়ি মুর্শিদাবাদের সুন্দরপুর। স্বামী হোসেন শেখ প্রায় ৫ বছর ধরে কর্মসূত্রে সৌদি আরবে রয়েছেন। কিন্তু প্রায় ৭ মাস বাড়িতে কোনো টাকা পাঠাননি তিনি।
এ নিয়ে ফোনে স্বামী-স্ত্রীর ঝগড়া হতো বলে প্রতিবেশীরা জানায়। শুক্রবার সন্ধ্যায় ছেলেমেয়েকে কীটনাশক খাইয়ে নিজেও বিষপান করেন সেরিনা।
স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানেই মৃত্যু হয় দুই মেয়ের। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ভারতে ৭ মাস টাকা পাঠাননি স্বামী, তিন সন্তানকে বিষ পান গৃহবধূর!
প্রবাসী স্বামী প্রায় সাত মাস বাড়িতে কোনো টাকা পাঠাননি। অর্থাভাবে সংসার চালানো অসম্ভব হয়ে পড়েছিল।
অভাবের তাড়নায় ৩ সন্তানকে বিষ খাইয়ে, নিজেও বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন ভারতের বীরভূমের এক গৃহবধূ। খবর আনন্দবাজার পত্রিকার।
বিষ পানে মৃত্যু হয়েছে দুই মেয়ের। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন মা ও ছেলে।
পুলিশ জানিয়েছে, পশ্চিবঙ্গের বীরভূম জেলার কালীনগরে একই পরিবারের ৪ সদস্য বিষ পানে আত্মহত্যার চেষ্টা করেন। এদেরর মধ্যে দু’জনের মৃত্যু হয়েছে।
মৃত দুই শিশু হচ্ছে- হাসি খাতুন (১৩) ও খুশি খাতুন (১০)। পাশাপাশি, মা সেরিনা বিবি এবং ছেলে ইরফান শেখ আশঙ্কাজনক অবস্থায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জানা গেছে, সেরিনা বিবির শ্বশুরবাড়ি মুর্শিদাবাদের সুন্দরপুর। স্বামী হোসেন শেখ প্রায় ৫ বছর ধরে কর্মসূত্রে সৌদি আরবে রয়েছেন। কিন্তু প্রায় ৭ মাস বাড়িতে কোনো টাকা পাঠাননি তিনি।
এ নিয়ে ফোনে স্বামী-স্ত্রীর ঝগড়া হতো বলে প্রতিবেশীরা জানায়। শুক্রবার সন্ধ্যায় ছেলেমেয়েকে কীটনাশক খাইয়ে নিজেও বিষপান করেন সেরিনা।
স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানেই মৃত্যু হয় দুই মেয়ের। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।