তিন দশকের মধ্যে প্রথম ‘বিচার বিভাগীয় মৃত্যুদণ্ড’ কার্যকর করবে মিয়ানমার জান্তা
যুগান্তর ডেস্ক
০৩ জুন ২০২২, ২১:৪২:৪৪ | অনলাইন সংস্করণ
তিন দশকের মধ্যে প্রথমবারের মতো বিচার বিভাগীয় মৃত্যুদণ্ড কার্যকর করতে যাচ্ছে মিয়ানমারের জান্তা সরকার। বার্তা সংস্থা এএফপি শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ওই প্রতিবেদনে বলা হয়েছে,সন্ত্রাসবাদের অভিযোগে অং সান সুকির দলের একজন সদস্য ও একজন বিশিষ্ট গণতন্ত্র কর্মীসহ চারজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। ১৯৯০ সালের পর এই প্রথম দেশটিতে বিচার বিভাগীয় মৃত্যুদণ্ড কার্যকর করা হচ্ছে বলে জান্তা সরকারের মুখপাত্র জাও মিন তুন বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে।
তিনি বলেন,মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক এমপি ফিও জেয়া থাও এবং গণতন্ত্র কর্মী কো জিমিসহ চারজনকে কারাগারের পদ্ধতি অনুসারে ফাঁসি দেওয়া হবে।
অং সান সুকির ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির সদস্য ফিও জেয়া থাও গত নভেম্বরে গ্রেফতার হন। তাকে সন্ত্রাসবিরোধী আইনের অধীনে অপরাধের জন্য জানুয়ারিতে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল।
অন্যদিকে বিশিষ্ট গণতন্ত্র কর্মী কিয়াও মিন ইউ, যিনি ‘জিমি’ নামে বেশি পরিচিত, তাকেও সামরিক ট্রাইব্যুনাল একই সাজা দিয়েছিল।
অবশ্য তাদের মৃত্যুদণ্ড কার্যকরের জন্য কোনো তারিখ নির্ধারণ করা হয়নি বলেও জানিয়েছেন ওই মুখপাত্র।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
তিন দশকের মধ্যে প্রথম ‘বিচার বিভাগীয় মৃত্যুদণ্ড’ কার্যকর করবে মিয়ানমার জান্তা
তিন দশকের মধ্যে প্রথমবারের মতো বিচার বিভাগীয় মৃত্যুদণ্ড কার্যকর করতে যাচ্ছে মিয়ানমারের জান্তা সরকার। বার্তা সংস্থা এএফপি শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ওই প্রতিবেদনে বলা হয়েছে,সন্ত্রাসবাদের অভিযোগে অং সান সুকির দলের একজন সদস্য ও একজন বিশিষ্ট গণতন্ত্র কর্মীসহ চারজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। ১৯৯০ সালের পর এই প্রথম দেশটিতে বিচার বিভাগীয় মৃত্যুদণ্ড কার্যকর করা হচ্ছে বলে জান্তা সরকারের মুখপাত্র জাও মিন তুন বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে।
তিনি বলেন,মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক এমপি ফিও জেয়া থাও এবং গণতন্ত্র কর্মী কো জিমিসহ চারজনকে কারাগারের পদ্ধতি অনুসারে ফাঁসি দেওয়া হবে।
অং সান সুকির ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির সদস্য ফিও জেয়া থাও গত নভেম্বরে গ্রেফতার হন। তাকে সন্ত্রাসবিরোধী আইনের অধীনে অপরাধের জন্য জানুয়ারিতে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল।
অন্যদিকে বিশিষ্ট গণতন্ত্র কর্মী কিয়াও মিন ইউ, যিনি ‘জিমি’ নামে বেশি পরিচিত, তাকেও সামরিক ট্রাইব্যুনাল একই সাজা দিয়েছিল।
অবশ্য তাদের মৃত্যুদণ্ড কার্যকরের জন্য কোনো তারিখ নির্ধারণ করা হয়নি বলেও জানিয়েছেন ওই মুখপাত্র।