বিয়ের আসরে আনন্দ প্রকাশে বরের গুলি, বন্ধু নিহত (ভিডিও)
যুগান্তর ডেস্ক
২৩ জুন ২০২২, ২২:৪৩:১২ | অনলাইন সংস্করণ
বিয়ের আসরে আনন্দ প্রকাশে বর পক্ষের ছোড়া গুলিতে বরের এক বন্ধু নিহত হয়েছে। দুঃখজনক এই ঘটনার ভিডিও ধরা পড়েছে ঘটনাস্থলে উপস্থিতদের ক্যামেরায়
ভারতের উত্তর প্রদেশের সোনভদ্র জেলার ব্রাহ্মনগর এলাকায় এই ঘটনা ঘটে বলে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে।
ভিডিওতে দেখা গেছে, বর মনীশ মাধেশিয়া বিয়ের মঞ্চে একটি রাজকীয় আসনে বসে ছিলেন। বরযাত্রীরা মঞ্চের নিচে দাঁড়িয়ে ছিলেন।বর উদযাপনের অংশ হিসেবে গুলি করছিলেন। সেই সময় একটি বুলেট তার বন্ধু বাবু লাল যাদবের গায়ে লাগে। এতে ঘটনাস্থলেই বাবু লাল যাদব লুটিয়ে পড়েন। সেই বন্দুক দিয়ে গুলি ছোড়া হয়েছিল সেটিও সেনা সদস্য বাবু লাল যাদবেরই বলে জানা গেছে।
সোনভদ্রের পুলিশ সুপার অমরেন্দ্র প্রতাপ সিং নিশ্চিত করেছেন বর এবং বাবু লাল বন্ধু ছিলেন। গুলি চালানোর পরপরই যাদবকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসা চলাকালে তার মৃত্যু হয় বলে অমরেন্দ্র প্রতাপ সিং জানিয়েছেন।
পুলিশ সুপার জানান,এই ঘটনায় নিহতের পরিবার এফআরআই দায়ের করেছেন এবং বরকে গ্রেফতার করা হয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত বন্দুকটি জব্দ করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
ভারতের ওই অঞ্চলে বিয়ে বাড়িতে আনন্দ প্রকাশে গুলির ঘটনা বিরল নয়। এমনকি এভাবে গুলি ছুঁড়ে আনন্দ উদযাপন করতে গিয়ে হতাহতের ঘটনাও ঘটে।
दूल्हे ने की हर्ष फायरिंग, आर्मी के जवान की हुई मौत। यूपी के @sonbhadrapolice राबर्ट्सगंज का #ViralVideo #earthquake #breastislife #fearwomen #Afghanistan pic.twitter.com/7laX9OUIqD
— RAHUL PANDEY (@BhokaalRahul) June 23, 2022
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বিয়ের আসরে আনন্দ প্রকাশে বরের গুলি, বন্ধু নিহত (ভিডিও)
বিয়ের আসরে আনন্দ প্রকাশে বর পক্ষের ছোড়া গুলিতে বরের এক বন্ধু নিহত হয়েছে। দুঃখজনক এই ঘটনার ভিডিও ধরা পড়েছে ঘটনাস্থলে উপস্থিতদের ক্যামেরায়
ভারতের উত্তর প্রদেশের সোনভদ্র জেলার ব্রাহ্মনগর এলাকায় এই ঘটনা ঘটে বলে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে।
ভিডিওতে দেখা গেছে, বর মনীশ মাধেশিয়া বিয়ের মঞ্চে একটি রাজকীয় আসনে বসে ছিলেন। বরযাত্রীরা মঞ্চের নিচে দাঁড়িয়ে ছিলেন।বর উদযাপনের অংশ হিসেবে গুলি করছিলেন। সেই সময় একটি বুলেট তার বন্ধু বাবু লাল যাদবের গায়ে লাগে। এতে ঘটনাস্থলেই বাবু লাল যাদব লুটিয়ে পড়েন। সেই বন্দুক দিয়ে গুলি ছোড়া হয়েছিল সেটিও সেনা সদস্য বাবু লাল যাদবেরই বলে জানা গেছে।
সোনভদ্রের পুলিশ সুপার অমরেন্দ্র প্রতাপ সিং নিশ্চিত করেছেন বর এবং বাবু লাল বন্ধু ছিলেন। গুলি চালানোর পরপরই যাদবকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসা চলাকালে তার মৃত্যু হয় বলে অমরেন্দ্র প্রতাপ সিং জানিয়েছেন।
পুলিশ সুপার জানান,এই ঘটনায় নিহতের পরিবার এফআরআই দায়ের করেছেন এবং বরকে গ্রেফতার করা হয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত বন্দুকটি জব্দ করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
ভারতের ওই অঞ্চলে বিয়ে বাড়িতে আনন্দ প্রকাশে গুলির ঘটনা বিরল নয়। এমনকি এভাবে গুলি ছুঁড়ে আনন্দ উদযাপন করতে গিয়ে হতাহতের ঘটনাও ঘটে।
दूल्हे ने की हर्ष फायरिंग, आर्मी के जवान की हुई मौत। यूपी के @sonbhadrapolice राबर्ट्सगंज का #ViralVideo #earthquake #breastislife #fearwomen #Afghanistan pic.twitter.com/7laX9OUIqD
— RAHUL PANDEY (@BhokaalRahul) June 23, 2022