রাশিয়ায় বিমান বিধ্বস্ত, নিহত ৩
রাশিয়ার রিয়াজান শহরের কাছে অবতরণের সময় একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়েছে। এতে বিমানটিতে থাকা ৯ যাত্রীর মধ্যে তিনজন নিহত হয়েছেন। এ ছাড়া এ ঘটনায় বাকি ছয়জন আহত হয়েছেন।
স্থানীয় সময় শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটেছে। খবর রয়টার্সের।
প্রতিবেদনে বলা হয়েছে, কী কারণে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়েছে, প্রাথমিকভাবে তা জানা যায়নি।
বিধ্বস্ত ওই বিমানটি কোনো সংস্থা পরিচালনা করেছিল তা জানা যায়নি। ইন্টারফ্যাক্স জানিয়েছে, ইল্যুশিন আইএল-৭৬ মডেলের কার্গো বিমানটি বিধ্বস্ত হওয়ার সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
রাশিয়ায় বিমান বিধ্বস্ত, নিহত ৩
রাশিয়ার রিয়াজান শহরের কাছে অবতরণের সময় একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়েছে। এতে বিমানটিতে থাকা ৯ যাত্রীর মধ্যে তিনজন নিহত হয়েছেন। এ ছাড়া এ ঘটনায় বাকি ছয়জন আহত হয়েছেন।
স্থানীয় সময় শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটেছে। খবর রয়টার্সের।
প্রতিবেদনে বলা হয়েছে, কী কারণে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়েছে, প্রাথমিকভাবে তা জানা যায়নি।
বিধ্বস্ত ওই বিমানটি কোনো সংস্থা পরিচালনা করেছিল তা জানা যায়নি। ইন্টারফ্যাক্স জানিয়েছে, ইল্যুশিন আইএল-৭৬ মডেলের কার্গো বিমানটি বিধ্বস্ত হওয়ার সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।