জল্পনা উসকে দিয়ে মধ্যরাতে ক্রেমলিনের দিকে পুতিনের গাড়িবহর (ভিডিও)
যুগান্তর ডেস্ক
২৮ জুন ২০২২, ০৪:৪২:১৭ | অনলাইন সংস্করণ
ইউক্রেনে ‘বিশেষ অভিযান’ ঘোষণার পরই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের শারীরিক অবস্থা নিয়ে জল্পনা তুঙ্গে। এরই মধ্যে এসব জল্পনা উসকে দিচ্ছে মধ্যরাতে ক্রেমলিনের দিকে পুতিনের গাড়িবহর ছুটে যাওয়ার একটি ভিডিও।
পুতিন ক্রেমলিনে প্রবেশ করলেও পরে আর কখনও তাকে বের হতে দেখা যায়নি বলে প্রতিবেদন প্রকাশের পর রাশিয়ান সরকার তা অস্বীকার করেছিল।
শনিবার টুইটারে শেয়ার করা ৩৮ সেকেন্ডের ভিডিওটিতে দেখা গেছে ক্রেমলিনের দিকে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে বেশ কয়েকটি যানবাহন দ্রুত ছুটে যাচ্ছে। কয়েকজন পথচারী সেই গাড়িবহরের তাকিয়ে আছেন। পুতিনের সাঁজোয়া লিমোজিনও ওই গাড়িবহরে ছিল।
রাশিয়ান ভাষার টেলিগ্রাম চ্যানেল অনুযায়ী স্থানীয় সময় রাত ১১টায় ফুটেজটি ধারণ করা হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম নিউজউইক ওই ভিডিওর সঙ্গে দেওয়া রুশ ভাষায় অনুবাদ প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, গুরুত্বপূর্ণ কারণেই এই রাতের সফর। বিশেষ করে (বেলারুশের প্রেসিডেন্ট) আলেকজান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে আলোচনার পটভূমিতে।
তবে প্রেসিডেন্ট পুতিন জরুরি বিবৃতি দেবেন এমন খবর অস্বীকার করেছে রুশ সরকার। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভের বরাত দিয়ে নিউজউইক জানিয়েছে, না, এটা সত্য নয়।
এদিকে ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, পুতিনের গাড়িবহর ক্রেমলিনে প্রবেশ করার কয়েক ঘন্টা পরই রাশিয়ান ক্ষেপণাস্ত্র ইউক্রেনের রাজধানী কিয়েভের একটি অ্যাপার্টমেন্ট ভবনে আঘাত হানে।
Motorcade rushing to the Kremlin at 23:00 local time in Moscow. (About 1 hour ago) pic.twitter.com/0qHe3uCRw4
— Oliver Alexander (@OAlexanderDK) June 25, 2022
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
জল্পনা উসকে দিয়ে মধ্যরাতে ক্রেমলিনের দিকে পুতিনের গাড়িবহর (ভিডিও)
ইউক্রেনে ‘বিশেষ অভিযান’ ঘোষণার পরই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের শারীরিক অবস্থা নিয়ে জল্পনা তুঙ্গে। এরই মধ্যে এসব জল্পনা উসকে দিচ্ছে মধ্যরাতে ক্রেমলিনের দিকে পুতিনের গাড়িবহর ছুটে যাওয়ার একটি ভিডিও।
পুতিন ক্রেমলিনে প্রবেশ করলেও পরে আর কখনও তাকে বের হতে দেখা যায়নি বলে প্রতিবেদন প্রকাশের পর রাশিয়ান সরকার তা অস্বীকার করেছিল।
শনিবার টুইটারে শেয়ার করা ৩৮ সেকেন্ডের ভিডিওটিতে দেখা গেছে ক্রেমলিনের দিকে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে বেশ কয়েকটি যানবাহন দ্রুত ছুটে যাচ্ছে। কয়েকজন পথচারী সেই গাড়িবহরের তাকিয়ে আছেন। পুতিনের সাঁজোয়া লিমোজিনও ওই গাড়িবহরে ছিল।
রাশিয়ান ভাষার টেলিগ্রাম চ্যানেল অনুযায়ী স্থানীয় সময় রাত ১১টায় ফুটেজটি ধারণ করা হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম নিউজউইক ওই ভিডিওর সঙ্গে দেওয়া রুশ ভাষায় অনুবাদ প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, গুরুত্বপূর্ণ কারণেই এই রাতের সফর। বিশেষ করে (বেলারুশের প্রেসিডেন্ট) আলেকজান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে আলোচনার পটভূমিতে।
তবে প্রেসিডেন্ট পুতিন জরুরি বিবৃতি দেবেন এমন খবর অস্বীকার করেছে রুশ সরকার। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভের বরাত দিয়ে নিউজউইক জানিয়েছে, না, এটা সত্য নয়।
এদিকে ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, পুতিনের গাড়িবহর ক্রেমলিনে প্রবেশ করার কয়েক ঘন্টা পরই রাশিয়ান ক্ষেপণাস্ত্র ইউক্রেনের রাজধানী কিয়েভের একটি অ্যাপার্টমেন্ট ভবনে আঘাত হানে।
Motorcade rushing to the Kremlin at 23:00 local time in Moscow. (About 1 hour ago) pic.twitter.com/0qHe3uCRw4
— Oliver Alexander (@OAlexanderDK) June 25, 2022