‘ক্রিমিয়ায় হামলা হলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে’, সাবেক রুশ প্রেসিডেন্টের হুশিয়ারি
অনলাইন ডেস্ক
২৮ জুন ২০২২, ২২:৫৫:২৯ | অনলাইন সংস্করণ
ন্যাটোর কোনো সদস্যভুক্ত দেশ যদি ক্রিমিয়ায় হামলা করে তাহলে এটি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার সামিল হবে। আর রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে।
সোমবার এমন হুশিয়ারি দিয়েছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ।
২০১৪ সালে ইউক্রেনের ওপর হামলা করে ক্রিমিয়া উপদ্বীপ ছিনিয়ে নেয় রাশিয়া। এরপর ডিক্রি জারি করে ক্রিমিয়াকে রাশিয়ার অংশ হিসেবে যুক্ত করেন রুশ প্রেসিডেন্ট।
ক্রিমিয়া ও তৃতীয় বিশ্বযুদ্ধ লাগার শঙ্কার কথা জানিয়ে গণমাধ্যম আর্গুমেনট্রিকে আই ফাক্তিকে মেদভেদেভ বলেন, আমাদের জন্য, ক্রিমিয়া হলো রাশিয়ার অংশ। সারাজীবন এটি আমাদের থাকবে। ক্রিমিয়ার ওপর কোনো হামলা করার চেষ্টা মানে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা।
তিনি আরও বলেন, আর এটি যদি কোনো ন্যাটো সদস্যভুক্ত দেশ করে, তার মানে পুরো ন্যাটোর সঙ্গে দ্বন্দ্ব বেঁধে যাবে; তৃতীয় বিশ্বযুদ্ধ (শুরু হবে)। পুরোপুরি বিপর্যয় ডেকে আনবে এটি।
রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট এবং নিরাপত্তা কাউন্সিলের বর্তমান চেয়ারম্যান মেদভেদেভ আরও জানিয়েছেন, যদি ফিনল্যান্ড-সুইডেন ন্যাটোতে যোগ দেয় তাহলে সীমান্তে রাশিয়া শক্তিশালী অস্ত্র মোতায়েন করবে। যার মধ্যে থাকবে ইস্কান্দার মিসাইলও।
সূত্র: রয়টার্স
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
‘ক্রিমিয়ায় হামলা হলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে’, সাবেক রুশ প্রেসিডেন্টের হুশিয়ারি
ন্যাটোর কোনো সদস্যভুক্ত দেশ যদি ক্রিমিয়ায় হামলা করে তাহলে এটি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার সামিল হবে। আর রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে।
সোমবার এমন হুশিয়ারি দিয়েছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ।
২০১৪ সালে ইউক্রেনের ওপর হামলা করে ক্রিমিয়া উপদ্বীপ ছিনিয়ে নেয় রাশিয়া। এরপর ডিক্রি জারি করে ক্রিমিয়াকে রাশিয়ার অংশ হিসেবে যুক্ত করেন রুশ প্রেসিডেন্ট।
ক্রিমিয়া ও তৃতীয় বিশ্বযুদ্ধ লাগার শঙ্কার কথা জানিয়ে গণমাধ্যম আর্গুমেনট্রিকে আই ফাক্তিকে মেদভেদেভ বলেন, আমাদের জন্য, ক্রিমিয়া হলো রাশিয়ার অংশ। সারাজীবন এটি আমাদের থাকবে। ক্রিমিয়ার ওপর কোনো হামলা করার চেষ্টা মানে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা।
তিনি আরও বলেন, আর এটি যদি কোনো ন্যাটো সদস্যভুক্ত দেশ করে, তার মানে পুরো ন্যাটোর সঙ্গে দ্বন্দ্ব বেঁধে যাবে; তৃতীয় বিশ্বযুদ্ধ (শুরু হবে)। পুরোপুরি বিপর্যয় ডেকে আনবে এটি।
রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট এবং নিরাপত্তা কাউন্সিলের বর্তমান চেয়ারম্যান মেদভেদেভ আরও জানিয়েছেন, যদি ফিনল্যান্ড-সুইডেন ন্যাটোতে যোগ দেয় তাহলে সীমান্তে রাশিয়া শক্তিশালী অস্ত্র মোতায়েন করবে। যার মধ্যে থাকবে ইস্কান্দার মিসাইলও।
সূত্র: রয়টার্স