লিসিচানস্কের তেল শোধনাগার রুশ বাহিনীর নিয়ন্ত্রণে
অনলাইন ডেস্ক
৩০ জুন ২০২২, ১৩:৫৪:১৮ | অনলাইন সংস্করণ
ইউক্রেনের লিসিচানস্ক শহরের তেল শোধনাগারের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে রুশ বাহিনী।
বুধবার রাশিয়ায় স্বঘোষিত লুহানস্ক পিপলস রিপাবলিকের ‘রাষ্ট্রদূত’ রডিয়ন মিরোশনিক এ তথ্য নিশ্চিত করেছেন। খবর আরআইএয়ের।
তিনি বলেন, ইউক্রেনের বৃহত্তম তেল শোধনাগারের এলাকা এখন সম্পূর্ণরূপে মিত্রবাহিনীর নিয়ন্ত্রণে এসেছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের বাহিনী লিসিচানস্ক তেল শোধনাগারের কাছে ইউক্রেনের সেনাদের একটি ব্যাটালিয়নকে পরাজিত করেছে।
প্রসঙ্গত গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে অগ্রসান শুরু করে। রুশ বাহিনীর সঙ্গে এ যুদ্ধে ইউক্রেনে লুহানস্ক ও দোনেৎস্কসহ অনেক অঞ্চল রাশিয়ার দখলে চলে গেছে। এ যুদ্ধে ইউক্রেনের অনেক মানুষ হতাহত হয়েছেন। এ ছাড়া দেশ ছেড়ে পালিয়েছেন প্রায় ৬০ লাখ মানুষ।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
লিসিচানস্কের তেল শোধনাগার রুশ বাহিনীর নিয়ন্ত্রণে
ইউক্রেনের লিসিচানস্ক শহরের তেল শোধনাগারের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে রুশ বাহিনী।
বুধবার রাশিয়ায় স্বঘোষিত লুহানস্ক পিপলস রিপাবলিকের ‘রাষ্ট্রদূত’ রডিয়ন মিরোশনিক এ তথ্য নিশ্চিত করেছেন। খবর আরআইএয়ের।
তিনি বলেন, ইউক্রেনের বৃহত্তম তেল শোধনাগারের এলাকা এখন সম্পূর্ণরূপে মিত্রবাহিনীর নিয়ন্ত্রণে এসেছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের বাহিনী লিসিচানস্ক তেল শোধনাগারের কাছে ইউক্রেনের সেনাদের একটি ব্যাটালিয়নকে পরাজিত করেছে।
প্রসঙ্গত গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে অগ্রসান শুরু করে। রুশ বাহিনীর সঙ্গে এ যুদ্ধে ইউক্রেনে লুহানস্ক ও দোনেৎস্কসহ অনেক অঞ্চল রাশিয়ার দখলে চলে গেছে। এ যুদ্ধে ইউক্রেনের অনেক মানুষ হতাহত হয়েছেন। এ ছাড়া দেশ ছেড়ে পালিয়েছেন প্রায় ৬০ লাখ মানুষ।