জার্মানিকে চীনের সতর্কতা
জার্মানি তাদের ইন্দো-প্যাসিফিক নতুন পরিকল্পনা ও নির্দেশিকায় জানিয়েছে, তারা চীনের সঙ্গে বাণিজ্য কমিয়ে দেবে। তার বদলে গণতান্ত্রিক এবং জার্মানির মতের সঙ্গে মিল আছে এমন দেশের সঙ্গে বাণিজ্য করবে।
জার্মানির এমন পরিকল্পনা বা সিদ্ধান্তে ক্ষুদ্ধ হয়েছে চীন।
গণমাধ্যম হংকং পোস্ট জানিয়েছে, চীন সতর্কতা দিয়েছে, যদি জার্মানি বাণিজ্যকে রাজনীতির সঙ্গে জড়ায় তাহলে ‘চীন-জার্মানি বাণিজ্য সম্পর্ক শেষ হয়ে যেতে পারে।’
জার্মানির বর্তমান চ্যান্সেলর ওলাফ শলৎজ ক্ষমতায় আসার পরই চীনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক নতুন মোড় নেয়। তার অধীনস্ত সরকার চীনের সঙ্গে থাকা বাণিজ্যিক সম্পর্ক নিয়ে নতুন করে চিন্তা-ভাবনা শুরু করে।
হংকং পোস্ট আরও জানিয়েছে, ইউক্রেন যুদ্ধ নিয়ে চীন যেভাবে রাশিয়ার পক্ষ নিয়েছে, তাদের জিরো কোভিড-১৯ নীতি এবং উইঘুর মুসলিমদের নিপীড়নের কারণে জার্মানি চীনের সঙ্গে তাদের বাণিজ্যিক সম্পর্কের বিষয়টি নতুন করে পর্যালোচনা করার সিদ্ধান্ত নেয়।
সূত্র: এনডিটিভি
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
জার্মানিকে চীনের সতর্কতা
জার্মানি তাদের ইন্দো-প্যাসিফিক নতুন পরিকল্পনা ও নির্দেশিকায় জানিয়েছে, তারা চীনের সঙ্গে বাণিজ্য কমিয়ে দেবে। তার বদলে গণতান্ত্রিক এবং জার্মানির মতের সঙ্গে মিল আছে এমন দেশের সঙ্গে বাণিজ্য করবে।
জার্মানির এমন পরিকল্পনা বা সিদ্ধান্তে ক্ষুদ্ধ হয়েছে চীন।
গণমাধ্যম হংকং পোস্ট জানিয়েছে, চীন সতর্কতা দিয়েছে, যদি জার্মানি বাণিজ্যকে রাজনীতির সঙ্গে জড়ায় তাহলে ‘চীন-জার্মানি বাণিজ্য সম্পর্ক শেষ হয়ে যেতে পারে।’
জার্মানির বর্তমান চ্যান্সেলর ওলাফ শলৎজ ক্ষমতায় আসার পরই চীনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক নতুন মোড় নেয়। তার অধীনস্ত সরকার চীনের সঙ্গে থাকা বাণিজ্যিক সম্পর্ক নিয়ে নতুন করে চিন্তা-ভাবনা শুরু করে।
হংকং পোস্ট আরও জানিয়েছে, ইউক্রেন যুদ্ধ নিয়ে চীন যেভাবে রাশিয়ার পক্ষ নিয়েছে, তাদের জিরো কোভিড-১৯ নীতি এবং উইঘুর মুসলিমদের নিপীড়নের কারণে জার্মানি চীনের সঙ্গে তাদের বাণিজ্যিক সম্পর্কের বিষয়টি নতুন করে পর্যালোচনা করার সিদ্ধান্ত নেয়।
সূত্র: এনডিটিভি