ইউক্রেনের একাধিক সেনা স্থাপনায় রাশিয়ার হামলা
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার দাবি করেছে, রুশ সেনারা দোনবাস এবং মাইকোলাইভ অঞ্চলে ইউক্রেনের পাঁচটি সেনা স্থাপনায় হামলা চালিয়েছে।
তাছাড়া জাপোরিঝজিয়া অঞ্চলে পাঁচটি অস্ত্র গুদামে হামলা চালানোর দাবিও করেছে তারা।
খারকিভের একটি ট্রাক্টর ফ্যাক্টরিতে অবস্থিত ইউক্রেনের অস্ত্র ও যন্ত্রাংশের একটি বড় মজুদের ওপরও হামলা চালানোর দাবি করা হয়েছে রাশিয়ার পক্ষ থেকে।
এদিকে রাশিয়া প্রায় প্রতিদিনই ইউক্রেনের অস্ত্র ও সামরিক সরঞ্জাম লক্ষ্য করে হামলা চালানোর দাবি করে থাকে।
তাদের এ দাবিগুলোর সবগুলোর সত্যতা নিশ্চিত করা সম্ভব হয় না।
তবে শনিবার সকালে মাইকোলাইভের মেয়র আলেকজান্ডার শেনকেভি শহরটিতে শক্তিশালী বিস্ফোরণের কথা জানান।
গণমাধ্যম রয়টার্স জানায়, স্থানীয় সময় শনিবার সকালে ইউক্রেনের মাইকোলাইভ শহরে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে।
বিস্ফোরণের আগে মাইকোলাইভজুড়ে সাইরেনের শব্দ শোনা যায়।
সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে শহরটির মেয়র লেখেন, শহরে শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে! আপনারা নিরাপদ জায়গায় আশ্রয় নিন।
বিস্ফোরণ কীভাবে হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
ইউক্রেনের অভিযোগ রাশিয়া বেসামরিকদের হামলার লক্ষ্যবস্তু বানাচ্ছে।
সূত্র: আল জাজিরা, রয়টার্স
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ইউক্রেনের একাধিক সেনা স্থাপনায় রাশিয়ার হামলা
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার দাবি করেছে, রুশ সেনারা দোনবাস এবং মাইকোলাইভ অঞ্চলে ইউক্রেনের পাঁচটি সেনা স্থাপনায় হামলা চালিয়েছে।
তাছাড়া জাপোরিঝজিয়া অঞ্চলে পাঁচটি অস্ত্র গুদামে হামলা চালানোর দাবিও করেছে তারা।
খারকিভের একটি ট্রাক্টর ফ্যাক্টরিতে অবস্থিত ইউক্রেনের অস্ত্র ও যন্ত্রাংশের একটি বড় মজুদের ওপরও হামলা চালানোর দাবি করা হয়েছে রাশিয়ার পক্ষ থেকে।
এদিকে রাশিয়া প্রায় প্রতিদিনই ইউক্রেনের অস্ত্র ও সামরিক সরঞ্জাম লক্ষ্য করে হামলা চালানোর দাবি করে থাকে।
তাদের এ দাবিগুলোর সবগুলোর সত্যতা নিশ্চিত করা সম্ভব হয় না।
তবে শনিবার সকালে মাইকোলাইভের মেয়র আলেকজান্ডার শেনকেভি শহরটিতে শক্তিশালী বিস্ফোরণের কথা জানান।
গণমাধ্যম রয়টার্স জানায়, স্থানীয় সময় শনিবার সকালে ইউক্রেনের মাইকোলাইভ শহরে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে।
বিস্ফোরণের আগে মাইকোলাইভজুড়ে সাইরেনের শব্দ শোনা যায়।
সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে শহরটির মেয়র লেখেন, শহরে শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে! আপনারা নিরাপদ জায়গায় আশ্রয় নিন।
বিস্ফোরণ কীভাবে হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
ইউক্রেনের অভিযোগ রাশিয়া বেসামরিকদের হামলার লক্ষ্যবস্তু বানাচ্ছে।
সূত্র: আল জাজিরা, রয়টার্স