‘জাতিসংঘ বিলুপ্ত হলেই শুধুমাত্র রাশিয়াকে...’
রাশিয়াকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদ থেকে বহিস্কার করার আহ্বান জানান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি।
তার এমন আহ্বানের পর বিষয়টি নিয়ে কথা বলেছেন জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার ডেপুটি স্থায়ী প্রতিনিধি দিমিত্রি পোলইয়ানস্কি।
তিনি বলেছেন, রাশিয়াকে নিরাপত্তা পরিষদ থেকে বহিস্কার বা বের করে দেওয়া সম্ভব যদি পুরো জাতিসংঘই বিলুপ্ত করে দেওয়া হয় এবং এমন নতুন একটি সংগঠন তৈরি করা হয়।
স্লোভিয়েভ লাইভ টিভি নামক একটি গণমাধ্যমকে রাশিয়ার ডেপুটি স্থায়ী প্রতিনিধি বলেন, সাধারণত, সব সাধারণ মানুষ বুঝবে এটি সম্ভব হবে যদি জাতিসংঘ বিলুপ্ত করে দেওয়া হয় এবং নতুন একটি তৈরি করা হয়।
রাশিয়ার ডেপুটি স্থায়ী সদস্য এর আগে শনিবার স্থানীয় সময় সকালে জানান, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কিকে নিরাপত্তা পরিষদে কথা বলার সুযোগ দেওয়া হয় সদস্য দেশগুলোর সঙ্গে কোনো প্রকার আলোচনা না করেই। যা নিয়মের পরিপন্থি।
জেলেনস্কি নিরাপত্তা পরিষদে দেওয়া বক্তব্যে রাশিয়াকে জঙ্গি রাষ্ট্র এবং তাদেরকে পরিষদ থেকে বের করে দেওয়ার আহ্বান জানান।
রাশিয়া নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য। যে কোনো সিদ্ধান্তে ভেটো দেওয়ার ক্ষমতা আছে তাদের।
সূত্র: টাস নিউজ (রাশিয়ার সংবাদ সংস্থা)
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
‘জাতিসংঘ বিলুপ্ত হলেই শুধুমাত্র রাশিয়াকে...’
রাশিয়াকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদ থেকে বহিস্কার করার আহ্বান জানান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি।
তার এমন আহ্বানের পর বিষয়টি নিয়ে কথা বলেছেন জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার ডেপুটি স্থায়ী প্রতিনিধি দিমিত্রি পোলইয়ানস্কি।
তিনি বলেছেন, রাশিয়াকে নিরাপত্তা পরিষদ থেকে বহিস্কার বা বের করে দেওয়া সম্ভব যদি পুরো জাতিসংঘই বিলুপ্ত করে দেওয়া হয় এবং এমন নতুন একটি সংগঠন তৈরি করা হয়।
স্লোভিয়েভ লাইভ টিভি নামক একটি গণমাধ্যমকে রাশিয়ার ডেপুটি স্থায়ী প্রতিনিধি বলেন, সাধারণত, সব সাধারণ মানুষ বুঝবে এটি সম্ভব হবে যদি জাতিসংঘ বিলুপ্ত করে দেওয়া হয় এবং নতুন একটি তৈরি করা হয়।
রাশিয়ার ডেপুটি স্থায়ী সদস্য এর আগে শনিবার স্থানীয় সময় সকালে জানান, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কিকে নিরাপত্তা পরিষদে কথা বলার সুযোগ দেওয়া হয় সদস্য দেশগুলোর সঙ্গে কোনো প্রকার আলোচনা না করেই। যা নিয়মের পরিপন্থি।
জেলেনস্কি নিরাপত্তা পরিষদে দেওয়া বক্তব্যে রাশিয়াকে জঙ্গি রাষ্ট্র এবং তাদেরকে পরিষদ থেকে বের করে দেওয়ার আহ্বান জানান।
রাশিয়া নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য। যে কোনো সিদ্ধান্তে ভেটো দেওয়ার ক্ষমতা আছে তাদের।
সূত্র: টাস নিউজ (রাশিয়ার সংবাদ সংস্থা)