প্রধানমন্ত্রী হলে চীনের প্রতি কঠোর হওয়ার ঘোষণা ঋষি সুনাকের
অনলাইন ডেস্ক
২৫ জুলাই ২০২২, ২২:৫৪:২০ | অনলাইন সংস্করণ
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী পদপ্রার্থী ঋষি সুনাক বলেছেন, তিনি যদি প্রধানমন্ত্রী নির্বাচিত হন তাহলে এশিয়ার সুপার পাওয়ার চীনের প্রতি কঠোর হবেন।
তিনি চীনকে যুক্তরাজ্যের ও বিশ্বের ‘এক নাম্বার হুমকি’ বলে অভিহিত করেন।
যুক্তরাজ্যের আরেক প্রধানমন্ত্রী পদপ্রার্থী লিজ ট্রাস অভিযোগ করেন, ঋষি সুনাক চীন ও রাশিয়ার প্রতি দুর্বল। লিজ ট্রাসের এমন মন্তব্যের পরই ঋষি সুনাক কঠোর ভাষায় বললেন, তিনি চীনের বিরুদ্ধে কঠোর অবস্থান নেবেন।
ঋষি সুনাক আরও দাবি করেছেন, চীন যুক্তরাজ্যের প্রযুক্তি চুরি করছে। ফলে তিনি তাদের প্রতি কঠোর হবেন। যুক্তরাজ্যে চীনের যে ৩০টি শিক্ষা প্রতিষ্ঠান আছে সেগুলো বন্ধ করে দেবেন।
ঋষি সুনাক বলেন, চীন আমাদের প্রযুক্তি চুরি করছে, বিশ্ববিদ্যালয়গুলোতে অনুপ্রবেশ করছে। চীন রাশিয়ার তেল কিনে ভ্লাদিমির পুতিনকে সহায়তা করছে। চীন তাইওয়ানসহ প্রতিবেশী দেশগুলোকে উত্যক্ত করছে।
তাছাড়া চীনের বৈশ্বিক ‘বেল্ট এন্ড রোড’ প্রজেক্টের সমালোচনা করেছেন ঋসি সুনাক। তার দাবি এর মাধ্যমে উন্নয়নশীল দেশগুলোকে ঋণে জর্জরিত করছে চীন।
সূত্র: আল জাজিরা
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রধানমন্ত্রী হলে চীনের প্রতি কঠোর হওয়ার ঘোষণা ঋষি সুনাকের
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী পদপ্রার্থী ঋষি সুনাক বলেছেন, তিনি যদি প্রধানমন্ত্রী নির্বাচিত হন তাহলে এশিয়ার সুপার পাওয়ার চীনের প্রতি কঠোর হবেন।
তিনি চীনকে যুক্তরাজ্যের ও বিশ্বের ‘এক নাম্বার হুমকি’ বলে অভিহিত করেন।
যুক্তরাজ্যের আরেক প্রধানমন্ত্রী পদপ্রার্থী লিজ ট্রাস অভিযোগ করেন, ঋষি সুনাক চীন ও রাশিয়ার প্রতি দুর্বল। লিজ ট্রাসের এমন মন্তব্যের পরই ঋষি সুনাক কঠোর ভাষায় বললেন, তিনি চীনের বিরুদ্ধে কঠোর অবস্থান নেবেন।
ঋষি সুনাক আরও দাবি করেছেন, চীন যুক্তরাজ্যের প্রযুক্তি চুরি করছে। ফলে তিনি তাদের প্রতি কঠোর হবেন। যুক্তরাজ্যে চীনের যে ৩০টি শিক্ষা প্রতিষ্ঠান আছে সেগুলো বন্ধ করে দেবেন।
ঋষি সুনাক বলেন, চীন আমাদের প্রযুক্তি চুরি করছে, বিশ্ববিদ্যালয়গুলোতে অনুপ্রবেশ করছে। চীন রাশিয়ার তেল কিনে ভ্লাদিমির পুতিনকে সহায়তা করছে। চীন তাইওয়ানসহ প্রতিবেশী দেশগুলোকে উত্যক্ত করছে।
তাছাড়া চীনের বৈশ্বিক ‘বেল্ট এন্ড রোড’ প্রজেক্টের সমালোচনা করেছেন ঋসি সুনাক। তার দাবি এর মাধ্যমে উন্নয়নশীল দেশগুলোকে ঋণে জর্জরিত করছে চীন।
সূত্র: আল জাজিরা