যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী উপস্থিত, বেরিয়ে গেলেন চীনের পররাষ্ট্রমন্ত্রী
অনলাইন ডেস্ক
০৪ আগস্ট ২০২২, ২২:২১:৩২ | অনলাইন সংস্করণ
চীনের পররাষ্ট্রমন্ত্রী এবং শক্তিশালী রাজনৈতিক ব্যক্তি ওয়াং ই বুধবার আসিয়ান জোট ও বাইরের কয়েকটি দেশের পররাষ্ট্র মন্ত্রীদের নিয়ে আয়োজিত একটি সম্মেলনে যোগ দিতে কম্বোডিয়ায় যান।
এ সম্মেলনে উপস্থিত হন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন, জাপানের পররাষ্ট্রমন্ত্রী ইয়োশিমা হায়াসি ছাড়াও বেশ কয়েকটি দেশের মন্ত্রীরা।
বৃহস্পতিবার ডজন খানেক দেশের পররাষ্ট্রমন্ত্রী ও আসিয়ান জোটভুক্ত দেশগুলোর উচ্চপদস্থ কর্মকর্তাদের সম্মানে একটি নৈশভোজের আয়োজন করা হয়।
এখানেও উপস্থিত হন চীন, যুক্তরাষ্ট্র, জাপানের পররাষ্ট্রমন্ত্রী।
কিন্তু সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, নৈশভোজের স্থানে প্রবেশ করে হঠাৎ করেই বের হয়ে যান চীনের পররাষ্ট্রমন্ত্রী।
দুইজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, নৈশভোজের স্থান থেকে বের হওয়ার পর গাড়িতে করে তিনি চলে যান চীনের ওয়াং ই।
রয়টার্স জানিয়েছে, তিনি কি কারণে হঠাৎ করে চলে গেলেন সে বিষয়টি এখনো নিশ্চিত নয়।
এদিকে গত মঙ্গলবার চীনের হুমকি-ধামকি এবং তীব্র প্রতিক্রিয়া দেখানোর পরও তাইওয়ান সফরে আসেন যুক্তরাষ্ট্রের হাউজ স্পিকার ন্যান্সি পেলোসি। তার এ সফরকে ঘিরে উত্তপ্ত হয়ে যায় চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ক।
এর মাঝেই এমন ঘটনা ঘটল।
সূত্র: রয়টার্স
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী উপস্থিত, বেরিয়ে গেলেন চীনের পররাষ্ট্রমন্ত্রী
চীনের পররাষ্ট্রমন্ত্রী এবং শক্তিশালী রাজনৈতিক ব্যক্তি ওয়াং ই বুধবার আসিয়ান জোট ও বাইরের কয়েকটি দেশের পররাষ্ট্র মন্ত্রীদের নিয়ে আয়োজিত একটি সম্মেলনে যোগ দিতে কম্বোডিয়ায় যান।
এ সম্মেলনে উপস্থিত হন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন, জাপানের পররাষ্ট্রমন্ত্রী ইয়োশিমা হায়াসি ছাড়াও বেশ কয়েকটি দেশের মন্ত্রীরা।
বৃহস্পতিবার ডজন খানেক দেশের পররাষ্ট্রমন্ত্রী ও আসিয়ান জোটভুক্ত দেশগুলোর উচ্চপদস্থ কর্মকর্তাদের সম্মানে একটি নৈশভোজের আয়োজন করা হয়।
এখানেও উপস্থিত হন চীন, যুক্তরাষ্ট্র, জাপানের পররাষ্ট্রমন্ত্রী।
কিন্তু সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, নৈশভোজের স্থানে প্রবেশ করে হঠাৎ করেই বের হয়ে যান চীনের পররাষ্ট্রমন্ত্রী।
দুইজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, নৈশভোজের স্থান থেকে বের হওয়ার পর গাড়িতে করে তিনি চলে যান চীনের ওয়াং ই।
রয়টার্স জানিয়েছে, তিনি কি কারণে হঠাৎ করে চলে গেলেন সে বিষয়টি এখনো নিশ্চিত নয়।
এদিকে গত মঙ্গলবার চীনের হুমকি-ধামকি এবং তীব্র প্রতিক্রিয়া দেখানোর পরও তাইওয়ান সফরে আসেন যুক্তরাষ্ট্রের হাউজ স্পিকার ন্যান্সি পেলোসি। তার এ সফরকে ঘিরে উত্তপ্ত হয়ে যায় চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ক।
এর মাঝেই এমন ঘটনা ঘটল।
সূত্র: রয়টার্স