সত্যিটা হলো আমাদের কিছু বন্ধু চায় না যুদ্ধ বন্ধ হোক: তুরস্ক

 অনলাইন ডেস্ক 
০৫ আগস্ট ২০২২, ১০:০৪ পিএম  |  অনলাইন সংস্করণ

তুরস্কের প্রেসিডেন্ট রিস্যেপ তাইয়েপ এরদোগানের একজন উচ্চপদস্থ কর্মকর্তা বলেছেন, রাশিয়াকে উপেক্ষা করে আন্তর্জাতিক সম্প্রদায় ইউক্রেনে যুদ্ধ বন্ধ করতে পারবে না। 

তিনি মন্তব্য করেছেন, কিছু দেশ চায় না ইউক্রেনে যুদ্ধ বন্ধ হোক। 

রাশিয়া ও তুরস্কের প্রেসিডেন্টের বৈঠকের আগে এসব কথা বলেন প্রেসিডেন্সিয়াল কমিউনিকেশন ডাইরেক্টর ফাহরেত্তিন আলতুন।

তাছাড়া রাশিয়া-ইউক্রেনের মধ্যে হওয়া শস্য চুক্তি নিয়েও কথা বলেন ফাহরেত্তিন আলতুন। তিনি বলেছেন, রাশিয়ার সঙ্গে তুরস্কের সরাসরি যোগাযোগ এবং পুতিনের সঙ্গে এরদোগানের ভালো সম্পর্কের কারণে এটি সম্ভব হয়েছে। 

এ ব্যাপারে সংবাদ সংস্থা রয়টার্সকে এ কর্মকর্তা বলেন, সত্যিটা হলো আমাদের কিছু বন্ধু চায় না যুদ্ধ বন্ধ হোক। তারা আসলে মায়াকান্না করছে। 

তিনি রয়টার্সকে আরও জানিয়েছেন, কিছু দেশ তুরস্কের এ সাফল্যকে (শস্য চুক্তি) ছোট করার চেষ্টা করছে। 

এই কর্মকরাত আরও বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় রাশিয়াকে উপেক্ষা করে ইউক্রেনে যুদ্ধ বন্ধ করতে পারবে না। কূটনীতি এবং শান্তি বজায় রাখতে হবে। 

সূত্র: রয়টার্স 

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

ঘটনাপ্রবাহ : রাশিয়া-ইউক্রেন উত্তেজনা

২৯ সেপ্টেম্বর, ২০২৩