ভুল করে বিমানযাত্রীকে বাড়তি সুবিধা দিলেন বিমানবালা
স্পোর্টস ডেস্ক
০৬ আগস্ট ২০২২, ১২:২৯:৪১ | অনলাইন সংস্করণ
ইংল্যান্ডের ফুটবলে নতুন ইতিহাস লিখলেন ক্লোয়ে কেলি। তার একমাত্র গোলে ৫৬ বছর পর ইউরোর শিরোপা জিতল ইংল্যান্ড।
যে কারণে ক্লোয়ে কেলিকে নিয়ে ইংল্যান্ডে বাড়তি উন্মাদনা চলছে। আর সেই উন্মাদনায় লাভ হয়েছে এক বিমানযাত্রীর।
ক্লোয়ে কেলির সঙ্গে চেহারায় মিল থাকায় ওই বিমানযাত্রী বাড়তি ফি ছাড়াই সুযোগ পেয়ে যান বিজনেস ক্লাসে।
মূলত; বিমানবালা ওই নারীকে তারকা ফুটবলার কেলি ভেবেই এ সুযোগ করে দেন।
ঘটনাটি প্রকাশ্যে এনেছেন ওই বিমানযাত্রী নিজেই। তার নাম সোফি।
টিকটকে সেই অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে সোফিয়া বললেন, ‘আমাকে কেলি ভেবে বিজনেস ক্লাসে ভ্রমণের সুযোগ দিয়েছেন বিমানবালা।’ এটাই শেষ নয়। বিশাল মেন্যু কার্ড হাতে সোফিয়ার কাছে গিয়ে ওই বিমানবালা প্রশ্ন করেন,‘দুপুরের খাবারে কি খেতে পছন্দ করবেন আপনি?’
বিমানবালা কেন তাকে এমন সম্মান দিচ্ছেন তা প্রথমে বুঝতে পারছিলেন না সোফিয়া। পরে বিষয়টি যখন পরিস্কার হয়, তখন তিনি ওই বিমানবালাকে জানান, তিনি ফুটবলার ক্লোয়ে কেলি নন।
@irrelevantsoph Replying to @lucasashley253 BA had amazing hostess tbf #fyp #chloekelly ♬ original sound - Sophie
বিমানবালা ভ্রমণের এক পর্যায়ে সোফিয়াকে ইউরো ফাইনাল সম্পর্কে প্রশ্ন করেন। ফুটবল খেলা প্রসঙ্গে জানতে চান। তখনই সোফিয়া বুঝতে পারেন, কেন তাকে এমন আতিথেওয়তা দেওয়া হচ্ছে!
সোফিয়া সহাস্যে নিজের নাম জানালে বিমানবালাও হেসে বলেন, ‘ফাইনালে যিনি গোল করেছেন, আপনি ঠিক তাঁর মতো দেখতে’।
তথ্যসূত্র: দ্য সান
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ভুল করে বিমানযাত্রীকে বাড়তি সুবিধা দিলেন বিমানবালা
ইংল্যান্ডের ফুটবলে নতুন ইতিহাস লিখলেন ক্লোয়ে কেলি। তার একমাত্র গোলে ৫৬ বছর পর ইউরোর শিরোপা জিতল ইংল্যান্ড।
যে কারণে ক্লোয়ে কেলিকে নিয়ে ইংল্যান্ডে বাড়তি উন্মাদনা চলছে। আর সেই উন্মাদনায় লাভ হয়েছে এক বিমানযাত্রীর।
ক্লোয়ে কেলির সঙ্গে চেহারায় মিল থাকায় ওই বিমানযাত্রী বাড়তি ফি ছাড়াই সুযোগ পেয়ে যান বিজনেস ক্লাসে।
মূলত; বিমানবালা ওই নারীকে তারকা ফুটবলার কেলি ভেবেই এ সুযোগ করে দেন।
ঘটনাটি প্রকাশ্যে এনেছেন ওই বিমানযাত্রী নিজেই। তার নাম সোফি।
টিকটকে সেই অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে সোফিয়া বললেন, ‘আমাকে কেলি ভেবে বিজনেস ক্লাসে ভ্রমণের সুযোগ দিয়েছেন বিমানবালা।’ এটাই শেষ নয়। বিশাল মেন্যু কার্ড হাতে সোফিয়ার কাছে গিয়ে ওই বিমানবালা প্রশ্ন করেন,‘দুপুরের খাবারে কি খেতে পছন্দ করবেন আপনি?’
বিমানবালা কেন তাকে এমন সম্মান দিচ্ছেন তা প্রথমে বুঝতে পারছিলেন না সোফিয়া। পরে বিষয়টি যখন পরিস্কার হয়, তখন তিনি ওই বিমানবালাকে জানান, তিনি ফুটবলার ক্লোয়ে কেলি নন।
@irrelevantsoph Replying to @lucasashley253 BA had amazing hostess tbf #fyp #chloekelly ♬ original sound - Sophie
বিমানবালা ভ্রমণের এক পর্যায়ে সোফিয়াকে ইউরো ফাইনাল সম্পর্কে প্রশ্ন করেন। ফুটবল খেলা প্রসঙ্গে জানতে চান। তখনই সোফিয়া বুঝতে পারেন, কেন তাকে এমন আতিথেওয়তা দেওয়া হচ্ছে!
সোফিয়া সহাস্যে নিজের নাম জানালে বিমানবালাও হেসে বলেন, ‘ফাইনালে যিনি গোল করেছেন, আপনি ঠিক তাঁর মতো দেখতে’।
তথ্যসূত্র: দ্য সান