কলকাতায় জাদুঘরে গোলাগুলি, নিহত ১
ভারতের কলকাতায় জাদুঘরের সশস্ত্র নিরাপত্তার দায়িত্বরত সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের (সিআইএসএফ) একটি ব্যারাকে গোলাগুলির ঘটনায় একজন নিহত বেশ কয়েকজন আহত হয়েছে। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় এই গোলাগুলির ঘটনা বলে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, জাদুঘরের কাছে সিআইএসএফ ইউনিটের ব্যারাক লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে। কর্তব্যরত সহকর্মীদের লক্ষ্য করে সিআইএসএফের এক সদস্য গুলি চালিয়েছেন বলে জানা গেছে।
ওই সদস্য পুলিশের গাড়ি লক্ষ্য করেও পুলিশ ছোড়ে। এতে ওই গাড়ির চালকসহ বেশ কয়েকজন পুলিশ সদস্যও আহত হয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত সিআইএসএফের ওই সদস্য ভেতরেই ছিলেন বলে এএনআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে।
কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল ঘটনাস্থলে পৌঁছেছেন। সেখানে অন্তত ১৫ রাউন্ড গুলি ছোড়া হয়েছে বলে দাবি করেছেন তিনি।
সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স বা সিআইএসএফ ২০১৯ সালের ডিসেম্বরে জাদুঘরের সশস্ত্র নিরাপত্তার দায়িত্ব নেয়।
কলকাতার প্রাণকেন্দ্রে অবস্থিত ওই জাদুঘরটি প্রাদেশিক সাংস্কৃতিক মন্ত্রণালয়ের কাছে অবস্থিত একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
কলকাতায় জাদুঘরে গোলাগুলি, নিহত ১
ভারতের কলকাতায় জাদুঘরের সশস্ত্র নিরাপত্তার দায়িত্বরত সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের (সিআইএসএফ) একটি ব্যারাকে গোলাগুলির ঘটনায় একজন নিহত বেশ কয়েকজন আহত হয়েছে। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় এই গোলাগুলির ঘটনা বলে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, জাদুঘরের কাছে সিআইএসএফ ইউনিটের ব্যারাক লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে। কর্তব্যরত সহকর্মীদের লক্ষ্য করে সিআইএসএফের এক সদস্য গুলি চালিয়েছেন বলে জানা গেছে।
ওই সদস্য পুলিশের গাড়ি লক্ষ্য করেও পুলিশ ছোড়ে। এতে ওই গাড়ির চালকসহ বেশ কয়েকজন পুলিশ সদস্যও আহত হয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত সিআইএসএফের ওই সদস্য ভেতরেই ছিলেন বলে এএনআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে।
কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল ঘটনাস্থলে পৌঁছেছেন। সেখানে অন্তত ১৫ রাউন্ড গুলি ছোড়া হয়েছে বলে দাবি করেছেন তিনি।
সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স বা সিআইএসএফ ২০১৯ সালের ডিসেম্বরে জাদুঘরের সশস্ত্র নিরাপত্তার দায়িত্ব নেয়।
কলকাতার প্রাণকেন্দ্রে অবস্থিত ওই জাদুঘরটি প্রাদেশিক সাংস্কৃতিক মন্ত্রণালয়ের কাছে অবস্থিত একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান।