নদীর পানিতে ভেসে গেল ১৪টি গাড়ি (ভিডিও)

 যুগান্তর ডেস্ক 
০৮ আগস্ট ২০২২, ১০:৩৬ পিএম  |  অনলাইন সংস্করণ

প্রবল বৃষ্টির পরে হঠাৎ করে একটি নদীতে পানি বৃদ্ধির কারণে কমপক্ষে ১৪টি গাড়ি নদীতে ভেসে গেছে। এ সময় অন্তত ৫০ জন মানুষ দৌঁড়ে নিরাপদ স্থানে আশ্রয় নেন। সোমবার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

ভারতের মধ্যপ্রদেশের খারগোন জেলার একটি জঙ্গলে এই ঘটনা ঘটে বলে সোমবার পুলিশ জানিয়েছে। 

অতিরিক্ত পুলিশ সুপার জিতেন্দ্র সিং পাওয়ার জানান, ইন্দোর জেলা থেকে নারী ও শিশুসহ বেশ কয়েকজন স্থানীয় সময় রোববার সন্ধ্যায় বালওয়াদা থানার সীমানায় কাটকুট বনের সুকদি নদীর কাছে পিকনিক করতে এসেছিলেন। 

কিন্তু বৃষ্টির পর হঠাৎ করেই নদীর পানি বেড়ে যায় বলে জানান তিনি। 

এ সময় সেখানে উপস্থিতরা নিজেদের জীবন গাড়িতে উঁচু স্থানে আশ্রয় নিলেও তাদের গাড়িগুলো ভেসে যায় বলে ওই পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।

খবর পেয়ে পুলিশ ট্রাক্টর ও স্থানীয় গ্রামবাসীর সহায়তায় ১০টি গাড়ি নদী থেকে উদ্ধার করতে সক্ষম হন। 

তবে গাড়িগুলোতে পানি ঢুকে যাওয়ায় যান্ত্রিক ত্রুটির কারণে সেগুলো আর চালু হয়নি বলে জানান জিতেন্দ্র সিং।

তবে অন্য তিনটি গাড়ি দূরবর্তী স্থানে ভেসে গেছে। একটি গাড়ি ব্রিজের খুঁটির কাছে আটকা পড়েছে বলেও জানান তিনি। 

তিনি আরও বলেন, পিকনিক করতে আসা সবাইকে পরে অন্য যানবাহনে তাদের বাড়িতে পাঠানো হয়েছে।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন