রাশিয়ার বিমান ঘাঁটির কাছে বিস্ফোরণের বিকট শব্দ

 অনলাইন ডেস্ক 
০৯ আগস্ট ২০২২, ০৭:৪৯ পিএম  |  অনলাইন সংস্করণ

সংবাদ সংস্থা রয়টার্স তিনজন ব্যক্তির বরাতে জানিয়েছে, ক্রিমিয়ায় রাশিয়ার বিমান ঘাঁটির কাছে ভয়াবহ বিস্ফোরণেন শব্দ শুনতে পেয়েছেন তারা। 

তারা জানিয়েছেন, একাধিকবার বিস্ফোরণের ঘটনা হয়ত ঘটেছে৷ কারণ একাধিক শব্দ শুনেছেন তারা। 

মঙ্গলবার ক্রিমিয়ার নোভোফেদরোভিকা নামক একটি স্থানে অবস্থিত রাশিয়ার বিমান ঘাঁটির কাছ থেকে কালো ধোঁয়ার কুণ্ডলি বের হতে দেখা গেছে৷ 

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিওতে দেখা গেছে বিমান ঘাঁটি কালো ধোয়ায় আচ্ছন্ন হয়ে আছে। 

এদিকে ২০১৪ সালে সামরিক অভিযান চালিয়ে ইউক্রেনের কাছ থেকে ক্রিমিয়া উপদ্বীপ দখল করে নেয় রাশিয়া৷ 

এরপর গণভোট আয়োজন করে ক্রিমিয়া উপদ্বীপকে রাশিয়ার মূল ভূখণ্ডে যুক্ত করেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 

রাশিয়া ইউক্রেনে হামলা করলেও রাশিয়ার কোনো অঞ্চলে ইউক্রেন সরাসরি আঘাত করেনি৷ এখন রাশিয়ার অধিকৃত ক্রিমিয়ার বিমান ঘাঁটিতে কে বা কারা হামলা চালিয়েছে তা নিশ্চিত নয়৷ অথবা সেখানে কোনো ধরনের দুর্ঘটনা হয়েছে কিনা তাও নিশ্চিত নয়৷ 

তবে ক্রিমিয়ার বিমান ঘাঁটিতে যদি ইউক্রেনের সেনারা কোনো হামলা চালিয়ে থাকেন তাহলে বিষয়টি নিয়ে বিরূপ প্রতিক্রিয়া দেখাতে পারে রুশ সেনারা। 

সূত্র: দ্য গার্ডিয়ান

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

ঘটনাপ্রবাহ : রাশিয়া-ইউক্রেন উত্তেজনা