গোপনে ইউক্রেনকে রাডার বিধ্বংসী মিসাইল দিয়েছে যুক্তরাষ্ট্র

 অনলাইন ডেস্ক 
০৯ আগস্ট ২০২২, ০৯:৪৯ পিএম  |  অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রের পেন্টাগন সোমবার জানিয়েছে, তারা গোপনে ইউক্রেনকে রাডার বিধ্বংসী মিসাইল পাঠিয়েছে৷ এসব মিসাইল রাশিয়ার রাডার ধ্বংস করে দেওয়ার কাজে ব্যবহার করা হবে। 

এরমাধ্যমে প্রথমবারের মতো রাডার বিধ্বংসী মিসাইল পাঠানোর বিষয়টি প্রকাশ্যে স্বীকার করল যুক্তরাষ্ট্র। 

আন্ডার সেক্রেটারি ডিফেন্স ফর পলেসি কলিন কাহল মিসাইল পাঠানোর বিষয়টি জানান৷ 

তবে কতগুলো মিসাইল, কোন ধরনের মিসাইল বা কোন সময় এগুলো পাঠানো হয়েছে সেটি খোলাসা করেননি তিনি। 

তবে গণমাধ্যম সিএনএন একজন সামরিক কর্মকর্তার বরাতে জানিয়েছে, যুক্তরাষ্ট্র ইউক্রেনকে এজিএম-৮৮ হাইস্পিড এন্টি রেডিয়েশন মিসাইল (হার্ম) দিয়েছে। 

এটি ৩০ মাইল দূরে আঘাত হানতে পারে৷ রাশিয়ার শক্তিশালী এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় আঘাত হানতে পারবে৷ 

এই এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কারণে ইউক্রেনের বিমান বাহিনী তাদের কার্যক্রম চালাতে পারছিল না৷ 

তাছাড়া যুক্তরাষ্ট্রের পাঠানো এ মিসাইল রাশিয়ার কাউন্টার ব্যাটারি রাডারেও আঘাত করতে পারবে৷ এ কাউন্টার ব্যাটারি রাডার নিয়ে ইউক্রেনের কামান ধ্বংস করে থাকে রাশিয়া৷ 

তবে ইউক্রেনের পক্ষ থেকে এখনো এ মিসাইল পাওয়ার কথা স্বীকার করা হয়নি৷ তবে রাশিয়ার স্থাপনার ওপর ইউক্রেনের হামলার পর এ মিসাইলের অস্তিত্ব পাওয়া গিয়েছিল৷ 

সূত্র: সিএনএন

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

ঘটনাপ্রবাহ : রাশিয়া-ইউক্রেন উত্তেজনা

২৯ সেপ্টেম্বর, ২০২৩