ভারতের ধনকুবের রাকেশ ঝুনঝুনওয়ালার প্রয়াণ

 অনলাইন ডেস্ক 
১৪ আগস্ট ২০২২, ০২:৩৯ পিএম  |  অনলাইন সংস্করণ

ভারতীয় ধনকুবের রাকেশ ঝুনঝুনওয়ালা (৬২) রোববার সকালে হাসপাতালে চিকিৎসাধীন মারা গেছেন।

একাধিক শারীরিক সমস্যা নিয়ে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। সেখানেই চিকিৎসাধীন   রোববার সকালে তার মৃত্যু হয়। খবর রয়টার্সের।

রাকেশ ঝুনঝুনওয়ালার প্রয়াণে শোকবার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একটি টুইট করে মোদি লেখেন— ‘রাকেশ ঝুনঝুনওয়ালা ছিলেন অদম্য। জীবন্ত, বুদ্ধিমান এবং অন্তর্দৃষ্টিপূর্ণ ব্যক্তি ছিলেন তিনি। অর্থনৈতিক জগতে একটি অদম্য অবদান রেখে গেছেন তিনি।

সম্প্রতি রাকেশ ঝুনঝুনওয়ালার পৃষ্ঠপোষকতায় যাত্রা শুরু করেছিল আকাসা এয়ারলাইন্স। বিভিন্ন রুটে সস্তায় বিমান পরিষেবা দেওয়ার জন্য যাত্রা শুরু করেছিল এ সংস্থাটি।

এদিকে ভারতের অন্যতম ধনী ব্যক্তি রাকেশ ঝুনঝুনওয়ালার পরিচিতি ছড়িয়ে পড়েছিল তার বিনিয়োগের জন্য। শেয়ারবাজারে তার বিনিয়োগের কারণে তাকে ‘ভারতীয় ওয়ারেন বাফে’ ডাকনাম এনে দিয়েছিল। তা ছাড়া তিনি ছিলেন একজন চার্টার্ড অ্যাকাউন্ট।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন