স্ত্রীর সঙ্গে রাগ করে একমাস ধরে তালগাছে বসবাস!
যুগান্তর ডেস্ক
২৭ আগস্ট ২০২২, ২২:৩০:৪৭ | অনলাইন সংস্করণ
দাম্পত্য জীবনের কখনো ঝগড়া হয়নি এমন দম্পত্তি খুঁজে পাওয়া দুষ্কর। তবে দাম্পত্য কলহের পর স্ত্রী বাপের বাড়ি চলে গেলেও, পিতৃপ্রধান সামজে স্বামী বেচারার তো বাপের বাড়ি যাওয়ার সুযোগ খুব একটা নেই। তাই রাগ করেই গাছের মাথাই ঠাঁই নিয়েছেন এক ব্যক্তি। তাও একদিন, দুদিন নয়, এক মাস ধরে ৮০ ফুট উঁচু তালগাছেই থাকছেন তিনি।
ভারতের উত্তরপ্রদেশের মউয়ের কোপাগঞ্জে এই ঘটনা ঘটেছে বলে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানিয়েছে।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, স্ত্রীর সঙ্গে প্রায়ই ঝগড়া হতো রাম প্রভাসের (৪২)। দাম্পত্য কলহ চরম আকার নিলে বাধ্য হয়ে একদিন তাল গাছের মাথায় চড়ে বসেন তিনি। প্রায় মাসখানেক ধরে সেখানেই দিন রাত কাটছে তার। দড়ির সাহায্যে তালগাছের মাথায় পৌঁছে দেওয়া হচ্ছে খাবার ও পানি।
অবশ্য গ্রামবাসীরা ৪০ ফুট লম্বা তালগাছে রাম প্রভাসের জীবনযাপনে মোটও সন্তুষ্ট নয়। এহেন কর্মকাণ্ড মানুষের গোপনীয়তার জন্য একটি ঝুঁকি বলে অভিযোগ করেছেন তারা।
এ ব্যাপারে স্থানীয়রা বলেন, মানুষজন তাদের বাড়িতে কী করছে তা তিনি দেখতে থাকেন। তাদের গোপনীয়তা লঙ্ঘিত হচ্ছে বলে গ্রামের অনেক নারী এসে আমাদের কাছে এই বিষয়ে অভিযোগ করেছেন। আমরা পুলিশকে বিষয়টি জানিয়েছি কিন্তু তারা এসে ভিডিও করে চলে গেছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
স্ত্রীর সঙ্গে রাগ করে একমাস ধরে তালগাছে বসবাস!
দাম্পত্য জীবনের কখনো ঝগড়া হয়নি এমন দম্পত্তি খুঁজে পাওয়া দুষ্কর। তবে দাম্পত্য কলহের পর স্ত্রী বাপের বাড়ি চলে গেলেও, পিতৃপ্রধান সামজে স্বামী বেচারার তো বাপের বাড়ি যাওয়ার সুযোগ খুব একটা নেই। তাই রাগ করেই গাছের মাথাই ঠাঁই নিয়েছেন এক ব্যক্তি। তাও একদিন, দুদিন নয়, এক মাস ধরে ৮০ ফুট উঁচু তালগাছেই থাকছেন তিনি।
ভারতের উত্তরপ্রদেশের মউয়ের কোপাগঞ্জে এই ঘটনা ঘটেছে বলে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানিয়েছে।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, স্ত্রীর সঙ্গে প্রায়ই ঝগড়া হতো রাম প্রভাসের (৪২)। দাম্পত্য কলহ চরম আকার নিলে বাধ্য হয়ে একদিন তাল গাছের মাথায় চড়ে বসেন তিনি। প্রায় মাসখানেক ধরে সেখানেই দিন রাত কাটছে তার। দড়ির সাহায্যে তালগাছের মাথায় পৌঁছে দেওয়া হচ্ছে খাবার ও পানি।
অবশ্য গ্রামবাসীরা ৪০ ফুট লম্বা তালগাছে রাম প্রভাসের জীবনযাপনে মোটও সন্তুষ্ট নয়। এহেন কর্মকাণ্ড মানুষের গোপনীয়তার জন্য একটি ঝুঁকি বলে অভিযোগ করেছেন তারা।
এ ব্যাপারে স্থানীয়রা বলেন, মানুষজন তাদের বাড়িতে কী করছে তা তিনি দেখতে থাকেন। তাদের গোপনীয়তা লঙ্ঘিত হচ্ছে বলে গ্রামের অনেক নারী এসে আমাদের কাছে এই বিষয়ে অভিযোগ করেছেন। আমরা পুলিশকে বিষয়টি জানিয়েছি কিন্তু তারা এসে ভিডিও করে চলে গেছে।