চীনে শক্তিশালী ভূমিকম্প, নিহত ৭
চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলে সোমবার ৬ দশমিক ৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে অন্তত সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানিয়েছে, প্রাথমিক সমীক্ষায় দেখা গেছে যে সিচুয়ান প্রদেশের বেশ কয়েকটি শহরে ‘পাহাড়ের ভূমিধসের কারণে আবাসনের গুরুতর ক্ষতি হয়েছে। এতে কিছু এলাকায় টেলিযোগাযোগ লাইন বিচ্ছিন্ন হয়ে গেছে।
মার্কিন ভূতাত্তিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, সিচুয়ান প্রদেশের কাংডিং শহরের প্রায় ৪৩ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ভূপৃষ্টের ১০ কিলোমিটার গভীরে স্থানীয় সময় দুপুর১টার দিকে ভূমিকম্পটি আঘাত হানে।
পাবঁচ শতাধিক উদ্ধারকর্মীকে কেন্দ্রস্থলে পাঠানো হয়েছে বলে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিজিটিএন জানিয়েছে। এছাড়া আশেপাশের এলাকায় বেশ কিছু আফটারশক রেকর্ড করা হয়েছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
চীনে শক্তিশালী ভূমিকম্প, নিহত ৭
চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলে সোমবার ৬ দশমিক ৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে অন্তত সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানিয়েছে, প্রাথমিক সমীক্ষায় দেখা গেছে যে সিচুয়ান প্রদেশের বেশ কয়েকটি শহরে ‘পাহাড়ের ভূমিধসের কারণে আবাসনের গুরুতর ক্ষতি হয়েছে। এতে কিছু এলাকায় টেলিযোগাযোগ লাইন বিচ্ছিন্ন হয়ে গেছে।
মার্কিন ভূতাত্তিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, সিচুয়ান প্রদেশের কাংডিং শহরের প্রায় ৪৩ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ভূপৃষ্টের ১০ কিলোমিটার গভীরে স্থানীয় সময় দুপুর১টার দিকে ভূমিকম্পটি আঘাত হানে।
পাবঁচ শতাধিক উদ্ধারকর্মীকে কেন্দ্রস্থলে পাঠানো হয়েছে বলে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিজিটিএন জানিয়েছে। এছাড়া আশেপাশের এলাকায় বেশ কিছু আফটারশক রেকর্ড করা হয়েছে।