ভূমিকম্পের মধ্যেও বাড়ি থেকে বের হতে দেওয়া হয়নি সাধারণ মানুষকে!
অনলাইন ডেস্ক
০৬ সেপ্টেম্বর ২০২২, ২১:৪১:৪৫ | অনলাইন সংস্করণ
সোমবার ৬.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে চীনের চেংদু প্রদেশ। এ ঘটনায় ৬৫ জন মানুষ নিহত হয়েছেন।
ভূমিকম্পের পর চেংদু শহরের কিছু বাসিন্দা কয়েকটি ভিডিও প্রকাশ করেন। সেখানে দেখা যায় ভূকম্পনের কারণে আতঙ্কিত সাধারণ মানুষ নিজেদের বাড়ি থেকে বের হওয়ার চেষ্টা করছেন। কিন্তু তাদের বের হতে দেওয়া হচ্ছে না। কারণ চেংদু শহরে এখন চলছে করোনার লকডাউন!
২১ লাখ বাসিন্দার শহর চেংদুতে এখন চলছে কঠোর লকডাউন। সেখানে থাকা একটি ভবনের বাসিন্দারা জানিয়েছেন, ভূমিকম্পের সময় বাড়ি থেকে বের হতে গিয়ে দেখেন তাদের বাড়ির গেট বন্ধ করে রাখা হয়েছে।
এ বিষয়টি সামনে আসার পর চীনের সাধারণ মানুষের মধ্যে চলছে ক্ষোভ, চলছে তীব্র সমালোচনা।
চীনের টিকটক প্লাটফর্মে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, আতঙ্কিত সাধারণ মানুষ গেট খুলে দেওয়ার জন্য চিৎকার করছেন।
আরেকটি ভিডিওতে দেখা যায় একজন ব্যক্তি তার বাড়ির সামনে থাকা গার্ডকে বলছেন, ‘দ্রুত, দরজা খুলুন। এটি একটি ভূমিকম্প।’
সেই ব্যাক্তির অনুরোধের জবাবে গার্ডকে বলতে শোনা যায়, ‘এটি থেমে গেছে। ভূমিকম্প ইতিমধ্যে শেষ হয়ে গেছে।’
এদিকে চীনে এখনো জিরো কোভিড পলিসি চলছে। কোথাও কোনো করোনা আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া গেলেই সেই স্থান পুরোপুরি অবরুদ্ধ করে দেওয়া হচ্ছে। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন চীনের বেশিরভাগ মানুষ।
সূত্র: বিবিসি
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ভূমিকম্পের মধ্যেও বাড়ি থেকে বের হতে দেওয়া হয়নি সাধারণ মানুষকে!
সোমবার ৬.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে চীনের চেংদু প্রদেশ। এ ঘটনায় ৬৫ জন মানুষ নিহত হয়েছেন।
ভূমিকম্পের পর চেংদু শহরের কিছু বাসিন্দা কয়েকটি ভিডিও প্রকাশ করেন। সেখানে দেখা যায় ভূকম্পনের কারণে আতঙ্কিত সাধারণ মানুষ নিজেদের বাড়ি থেকে বের হওয়ার চেষ্টা করছেন। কিন্তু তাদের বের হতে দেওয়া হচ্ছে না। কারণ চেংদু শহরে এখন চলছে করোনার লকডাউন!
২১ লাখ বাসিন্দার শহর চেংদুতে এখন চলছে কঠোর লকডাউন। সেখানে থাকা একটি ভবনের বাসিন্দারা জানিয়েছেন, ভূমিকম্পের সময় বাড়ি থেকে বের হতে গিয়ে দেখেন তাদের বাড়ির গেট বন্ধ করে রাখা হয়েছে।
এ বিষয়টি সামনে আসার পর চীনের সাধারণ মানুষের মধ্যে চলছে ক্ষোভ, চলছে তীব্র সমালোচনা।
চীনের টিকটক প্লাটফর্মে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, আতঙ্কিত সাধারণ মানুষ গেট খুলে দেওয়ার জন্য চিৎকার করছেন।
আরেকটি ভিডিওতে দেখা যায় একজন ব্যক্তি তার বাড়ির সামনে থাকা গার্ডকে বলছেন, ‘দ্রুত, দরজা খুলুন। এটি একটি ভূমিকম্প।’
সেই ব্যাক্তির অনুরোধের জবাবে গার্ডকে বলতে শোনা যায়, ‘এটি থেমে গেছে। ভূমিকম্প ইতিমধ্যে শেষ হয়ে গেছে।’
এদিকে চীনে এখনো জিরো কোভিড পলিসি চলছে। কোথাও কোনো করোনা আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া গেলেই সেই স্থান পুরোপুরি অবরুদ্ধ করে দেওয়া হচ্ছে। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন চীনের বেশিরভাগ মানুষ।
সূত্র: বিবিসি