চীনে বহুতল ভবনে ভয়াবহ আগুন (ভিডিও)
চীনের দক্ষিণাঞ্চলীয় হুনান প্রদেশের রাজধানী চাঙ্গশা শহরের কেন্দ্রস্থলে একটি ৪২ তলা ভবনে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় শুক্রবার বিকালে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে।
২০০ মিটারেরও বেশি উচ্চতার রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিকমিউনিকেশন কোম্পানি চায়না টেলিকমের ভবনটির কয়েক ডজন তলায় ‘ভয়াবহ আগুন’ ছড়িয়ে পড়েছে। আকাশে ঘন ধোঁয়ার কুণ্ডুলি উঠছে বলে চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানিয়েছে।
সিসিটিভি আরও জানায়, দমকলবাহিনীর কর্মীরা আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার অভিযান শুরু করেছে। ঘটনাস্থলে৩৬টি ফায়ার ট্রাক এবং ২৮০জন দমকলকর্মী মোতায়েন করা হয়েছে।
সিসিটিভির প্রকাশ করা ওই ঘটনার একটি ছবিতে দেখা গেছে, ভবনের মধ্য দিয়ে কমলা রঙের শিখা দেখা যাচ্ছে, কালো ধোঁয়া আকাশে উড়ছে।
একটি স্থানীয় সংবাদ মাধ্যমের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা একটি ভিডিওতে দেখা যাচ্ছে যে টাওয়ারের বাইরের অংশটি কালো হয়ে গেছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিভিয়ে ফেলা হয়েছে এবং কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে হুনানের দমকল বিভাগ জানিয়েছে।
This afternoon, the building of China Telecom building in Changsha长沙caught fire, no casualties reported yet, stay safe everyone! ? pic.twitter.com/QNnezk2Mxk
— China in Pictures (@tongbingxue) September 16, 2022
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
চীনে বহুতল ভবনে ভয়াবহ আগুন (ভিডিও)
চীনের দক্ষিণাঞ্চলীয় হুনান প্রদেশের রাজধানী চাঙ্গশা শহরের কেন্দ্রস্থলে একটি ৪২ তলা ভবনে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় শুক্রবার বিকালে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে।
২০০ মিটারেরও বেশি উচ্চতার রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিকমিউনিকেশন কোম্পানি চায়না টেলিকমের ভবনটির কয়েক ডজন তলায় ‘ভয়াবহ আগুন’ ছড়িয়ে পড়েছে। আকাশে ঘন ধোঁয়ার কুণ্ডুলি উঠছে বলে চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানিয়েছে।
সিসিটিভি আরও জানায়, দমকলবাহিনীর কর্মীরা আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার অভিযান শুরু করেছে। ঘটনাস্থলে৩৬টি ফায়ার ট্রাক এবং ২৮০জন দমকলকর্মী মোতায়েন করা হয়েছে।
সিসিটিভির প্রকাশ করা ওই ঘটনার একটি ছবিতে দেখা গেছে, ভবনের মধ্য দিয়ে কমলা রঙের শিখা দেখা যাচ্ছে, কালো ধোঁয়া আকাশে উড়ছে।
একটি স্থানীয় সংবাদ মাধ্যমের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা একটি ভিডিওতে দেখা যাচ্ছে যে টাওয়ারের বাইরের অংশটি কালো হয়ে গেছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিভিয়ে ফেলা হয়েছে এবং কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে হুনানের দমকল বিভাগ জানিয়েছে।
This afternoon, the building of China Telecom building in Changsha长沙caught fire, no casualties reported yet, stay safe everyone! ? pic.twitter.com/QNnezk2Mxk
— China in Pictures (@tongbingxue) September 16, 2022