টয়লেটে সাপ, তাড়াতে পুলিশ তলব

 যুগান্তর ডেস্ক 
১৮ সেপ্টেম্বর ২০২২, ১০:৫০ পিএম  |  অনলাইন সংস্করণ

সাপ নিয়ে মানুষের সহজাত ভীতি রয়েছে। তাইতো নিজেদের বাড়ির টয়লেটে সাপের মতো অযাচিত অতিথি দেখে ভয় পেয়ে গিয়েছিলেন বাড়ির সবাই। তবে সাপ তাড়াতে ওঝা নয়, রীতমতো পুলিশ ডেকেছেন তারা।

যুক্তরাষ্ট্রের আলাবামার ইউফৌলা এলাকায় এই ঘটনা ঘটে বলে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি রোববার এক প্রতিবেদনে জানিয়েছে। 

সাপটি উদ্ধারের পর, পুলিশ বিভাগ তাদের অফিসিয়াল ফেসবুক পেজে টয়লেটের ভিতরে সাপের ছবিসহ একটি মজার পোস্ট পোস্ট করেছে। 

পুলিশ বিভাগ জানিয়েছে, টয়লেটে সাপ পাওয়ার মতো ঘটনা সরাচর ঘটে না। 

ওই পোস্টে পুলিশ বিভাগ জানায়, আমরা আগে থেকে মোটেও অনুমান করতে পারি না কি জন্য আমাদের তলব করা হবে। আজও তার ব্যতিক্রম ছিল না। কিন্তু টয়লেটে সাপ পাওয়ার জন্য তলব করার বিষয়টি ছিল একেবারেই আমাদের সম্ভব্য তালিকার বাইরে।  

ওই অযাচিত অতিথিকে টয়লেট থেকে সরিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। ওই সাপটি অবশ্য বিষাক্ত ছিল না বলে জানিয়েছে পুলিশ বিভাগ।
 

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন