উইন্ডসর ক্যাসেলে রানির কফিন, চলছে সমাহিত করার প্রস্তুতি

 অনলাইন ডেস্ক 
১৯ সেপ্টেম্বর ২০২২, ০৮:৪৩ পিএম  |  অনলাইন সংস্করণ

রানি দ্বিতীয় এলিজাবেথের মরদেহবাহী কফিন উইন্ডসর ক্যাসেলে পৌঁছেছে। এখানেই সমাহিত করা হবে তাকে। 

উইন্ডসল ক্যাসেলের সেন্ট জর্জ চ্যাপলে চিরনিদ্রায় শায়িত থাকবেন রানি এলিজাবেথ। এখানেই চিরনিদ্রায় আছেন রানির বাবা রাজা ষষ্ঠ জর্জ, রানির মা ও তার বোন প্রিন্সেস মার্গারেট।

প্রিন্সেস মার্গারেটের অবশ্য দেহটি এখানে নেই। তার ইচ্ছা অনুযায়ী তার মরদেহ পোড়ানো হয় এরপর দেহবাশেষ (ছাই) সেন্ট জর্জ চ্যাপলে রাখা হয়। 

২০২১ সালের এপ্রিলে রানির স্বামী ডিউক অব এডিনবার্গ প্রিন্স ফিলিপ মারা যান। তাকে সেন্ট জর্জ চ্যাপেলের রয়েল ভল্টে রাখা হয়েছে। 

রানিকে সমাহিত করার পর তার স্বামী প্রিন্স ফিলিপের মরহে রয়েল ভল্ট থেকে নিয়ে এসে রানির ঠিক পাশে সমাহিত করা হবে।  

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন