মেক্সিকোতে ৭.৬ মাত্রার ভূমিকম্প, নিহত ২

 অনলাইন ডেস্ক 
২০ সেপ্টেম্বর ২০২২, ১২:৩৭ পিএম  |  অনলাইন সংস্করণ

৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে উত্তর আমেরিকার দেশ মেক্সিকো।

দেশটির পশ্চিমাঞ্চলীয় সীমান্তবর্তী এলাকায় আঘাত হানা এ ভূমিকম্পে কমপক্ষে দুজন নিহতের খবর পাওয়া গেছে। খবর রয়টার্সের।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার বরাতে খবরে বলা হয়েছে, সোমবার স্থানীয় সময় দুপুর ১টার দিকে সীমান্তবর্তী মিচোয়াকেন এবং কোলিমা এলাকায় শক্তিশালী ওই ভূমিকম্প আঘাত হানে।

রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৭ দশমিক ৬। ভূপৃষ্ঠ থেকে ভূমিকম্পটির গভীরতা ছিল মাত্র ১৫ কিলোমিটার। এতে লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপে এক ভিডিওবার্তায় জানিয়েছেন, ভূমিকম্পে বন্দর এলাকা মানজানিল্লোতে একটি স্টোরের দেয়ালধসে একজনের মৃত্যু হয়েছে।

আরেকজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে একটি শপিংমল থেকে।

২০১৭ সালের ১৯ সেপ্টেম্বর শক্তিশালী এক ভূমিকম্পে ৩৫০ জনের বেশি মানুষের মৃত্যু হয়। ১৯৮৫ সালের একই তারিখে আরেক ভূমিকম্পে প্রাণ হারান সহস্রাধিক মানুষ।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন