মদ বিক্রি করলে ১০ হাজার, খেলে ৫ হাজার টাকা জরিমানা!
ভারতের পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলায় সাধারণ মানুষ মাদক ব্যবসায়ীদের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে এলাকায় অভিনব এক ব্যবস্থা নিয়েছেন।
মদ বিক্রি ও খাওয়া নিয়ে ‘নজিরবিহীন’ পোস্টারে ছেয়ে গেছে পশ্চিম মেদিনীপুর জেলা দাসপুর এলাকা। খবর আনন্দবাজার পত্রিকার।
পোস্টারে লেখা রয়েছে, মদ বিক্রেতাকে ১০,০০১ টাকা আর ক্রেতাকে ৫০০১ টাকা জরিমানা। কেউ ব্যানার ছিঁড়লে তাকেও ৫০০১ টাকা জরিমানা দিতে হবে।
এলাকায় মদ বিক্রি ও মদ খাওয়া বন্ধ করতে এমনই পোস্টারে ছেয়ে ফেলা হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার এলাকার বালকরাউৎ গ্রাম।
বৃহস্পতিবার গ্রামের বালকরাউৎ গ্রামের হাটতলা স্কুল লাগোয়া এলাকাসহ বিভিন্ন জায়গায় এমন পোস্টার নজরে এসেছে।
পোস্টারে লেখা, বালকরাউৎ প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকার ৫০০ মিটারের মধ্যে মদ বিক্রি করলে বিক্রেতাকে ১০,০০১ টাকা, ক্রেতাকে ৫,০০১ টাকা জরিমানা করা হবে। এমনকি কেউ যদি ব্যানার ছিঁড়ে ফেলেন, তা হলে তাকেও ৫০০১ টাকা জরিমানা করা হবে।
গ্রামবাসী জানান, গত কয়েক বছর ধরেই বালকরাউৎ গ্রামে দেশি-বিদেশি মদের রমরমা ব্যবসা চলছে। চায়ের দোকান, মুদিদোকান কোথাও বাদ নেই।
সবত্রই মদ বিক্রি হতো, যার ফলে গ্রামের বহু যুবক মদে আসক্ত হয়ে পড়েছেন। এ কারণে এলাকায় অসামাজিক কাজকর্মও বেড়ে গেছে। এ পরিস্থিতি থেকে মুক্তি পেতেই গ্রামবাসী এ মদবিরোধী মঞ্চ গড়ে তোলেন। সেই মঞ্চের পক্ষ থেকেই এ পোস্টার সাঁটা হয়েছে।
মদ বিক্রি করলে ১০ হাজার, খেলে ৫ হাজার টাকা জরিমানা!
অনলাইন ডেস্ক
২৩ সেপ্টেম্বর ২০২২, ১০:৩৫:১৭ | অনলাইন সংস্করণ
ভারতের পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলায় সাধারণ মানুষ মাদক ব্যবসায়ীদের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে এলাকায় অভিনব এক ব্যবস্থা নিয়েছেন।
মদ বিক্রি ও খাওয়া নিয়ে ‘নজিরবিহীন’ পোস্টারে ছেয়ে গেছে পশ্চিম মেদিনীপুর জেলা দাসপুর এলাকা। খবর আনন্দবাজার পত্রিকার।
পোস্টারে লেখা রয়েছে, মদ বিক্রেতাকে ১০,০০১ টাকা আর ক্রেতাকে ৫০০১ টাকা জরিমানা। কেউ ব্যানার ছিঁড়লে তাকেও ৫০০১ টাকা জরিমানা দিতে হবে।
এলাকায় মদ বিক্রি ও মদ খাওয়া বন্ধ করতে এমনই পোস্টারে ছেয়ে ফেলা হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার এলাকার বালকরাউৎ গ্রাম।
বৃহস্পতিবার গ্রামের বালকরাউৎ গ্রামের হাটতলা স্কুল লাগোয়া এলাকাসহ বিভিন্ন জায়গায় এমন পোস্টার নজরে এসেছে।
পোস্টারে লেখা, বালকরাউৎ প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকার ৫০০ মিটারের মধ্যে মদ বিক্রি করলে বিক্রেতাকে ১০,০০১ টাকা, ক্রেতাকে ৫,০০১ টাকা জরিমানা করা হবে। এমনকি কেউ যদি ব্যানার ছিঁড়ে ফেলেন, তা হলে তাকেও ৫০০১ টাকা জরিমানা করা হবে।
গ্রামবাসী জানান, গত কয়েক বছর ধরেই বালকরাউৎ গ্রামে দেশি-বিদেশি মদের রমরমা ব্যবসা চলছে। চায়ের দোকান, মুদিদোকান কোথাও বাদ নেই।
সবত্রই মদ বিক্রি হতো, যার ফলে গ্রামের বহু যুবক মদে আসক্ত হয়ে পড়েছেন। এ কারণে এলাকায় অসামাজিক কাজকর্মও বেড়ে গেছে। এ পরিস্থিতি থেকে মুক্তি পেতেই গ্রামবাসী এ মদবিরোধী মঞ্চ গড়ে তোলেন। সেই মঞ্চের পক্ষ থেকেই এ পোস্টার সাঁটা হয়েছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by The Daily Jugantor © 2023